ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার

ইউএসএআইডির ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল: ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) তাদের ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে এ তথ্য জানান।

 

মার্কো রুবিও জানান, ৬ সপ্তাহের পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ৫,২০০টি চুক্তি বাতিল হবে, যা কয়েক দশক ধরে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে পরিচালিত হচ্ছিল। তিনি উল্লেখ করেন, এই কর্মসূচিগুলো অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের মূল জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল বা ক্ষতি করেছে।

 

ইউএসএআইডি বিশ্বব্যাপী স্বাস্থ্য ও জরুরি সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রায় ১২০টি দেশে কাজ করে। এই সংস্থার কার্যক্রম বন্ধ হলে, প্যারালাইটিক পোলিও এবং ম্যালেরিয়ার মতো রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংস্থাটির প্রাক্তন প্রশাসক সামান্থা পাওয়ার।

 

এছাড়া, ইউএসএআইডি বন্ধ হলে লাখো মানুষ বেকার হয়ে পড়তে পারে। এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তি ও বৈশ্বিক কূটনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডি ভেঙে দিতে চান। এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

 

ইউএসএআইডি বন্ধ হলে, আমেরিকার আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বৈশ্বিক কূটনীতিতে দেশটি দুর্বল হয়ে পড়বে। এটি শুধু উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে না, বরং আমেরিকার মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

এই পরিস্থিতিতে, ইউএসএআইডির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে।

জনপ্রিয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ

ইউএসএআইডির ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল: ট্রাম্প প্রশাসন

প্রকাশিত: ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) তাদের ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে এ তথ্য জানান।

 

মার্কো রুবিও জানান, ৬ সপ্তাহের পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ৫,২০০টি চুক্তি বাতিল হবে, যা কয়েক দশক ধরে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে পরিচালিত হচ্ছিল। তিনি উল্লেখ করেন, এই কর্মসূচিগুলো অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের মূল জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল বা ক্ষতি করেছে।

 

ইউএসএআইডি বিশ্বব্যাপী স্বাস্থ্য ও জরুরি সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রায় ১২০টি দেশে কাজ করে। এই সংস্থার কার্যক্রম বন্ধ হলে, প্যারালাইটিক পোলিও এবং ম্যালেরিয়ার মতো রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংস্থাটির প্রাক্তন প্রশাসক সামান্থা পাওয়ার।

 

এছাড়া, ইউএসএআইডি বন্ধ হলে লাখো মানুষ বেকার হয়ে পড়তে পারে। এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তি ও বৈশ্বিক কূটনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডি ভেঙে দিতে চান। এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

 

ইউএসএআইডি বন্ধ হলে, আমেরিকার আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বৈশ্বিক কূটনীতিতে দেশটি দুর্বল হয়ে পড়বে। এটি শুধু উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে না, বরং আমেরিকার মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

এই পরিস্থিতিতে, ইউএসএআইডির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে।