ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
কুরআনী আইনকে কটাক্ষ করে দেয়া নারী অধিকার সংস্কারের প্রস্তাবনা কমিটিসহ বাতিল এবং আরোও বেশ কিছু দাবী নিয়ে আগামী ৩ মে হেফাজতের মহাসমাবেশের ডাক হিন্দুত্ববাদী স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে মারধর বিতর্কিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের হায়দারাবাদ ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো জনতার বিক্ষোভ পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ করল অন্তবর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন কাশ্মীরে আরও দুই যুবকের সম্পদ জব্দ করলো ভারতীয় পুলিশ চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

ইসরাইলি বাহিনী ৯০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে গাজায়

Palestinians walk past the rubble of buildings destroyed during the Israeli offensive, amid a ceasefire between Israel and Hamas, in Rafah in the southern Gaza Strip February 4, 2025. REUTERS/Hatem Khaled TPX IMAGES OF THE DAY

১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী গাজায় ৯০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যা এক নতুন মানবিক সংকটের জন্ম দিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, এসব হামলায় শত শত ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন।

গাজার মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেন, “এই লঙ্ঘনগুলোর মধ্যে রয়েছে বিমান ও গোলাবর্ষণ হামলা, ব্যাপক ড্রোন তৎপরতা, মানবিক সহায়তা প্রবেশে বাধা, সাধারণ নাগরিকদের ওপর গুলি চালানো, ঘরবাড়ি ধ্বংস এবং গাড়ি লক্ষ্য করে হামলা।”

তিনি আরও জানান, ইসরাইল গাজায় জ্বালানি প্রবেশে বাধা দিয়েছে, উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি আটকে দিয়েছে এবং ২ লাখ ৬০ হাজার তাঁবু ও অস্থায়ী আবাসন সরঞ্জাম প্রবেশেও বাধা সৃষ্টি করেছে।

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬, আহত ৪৯০

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে পৌঁছেছে এবং অন্তত ৪৯০ জন আহত হয়েছেন।

এদিকে, ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে ইসরাইল ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করছে। তাদের মতে, “মানবিক সহায়তাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা এবং ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়ানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা

গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলি নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশটির ভেতরেও সমালোচনা বৃদ্ধি পাচ্ছে। বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান বলেন, ইসরাইলের কট্টর ডানপন্থি সরকার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এবং বন্দি বিনিময় আলোচনা থেকে সরে আসার চেষ্টা করছে।

গাজার মানবিক সংকটের তীব্রতা ও যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছে, যাতে ইসরাইলি দখলদার বাহিনীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।

জনপ্রিয়

কুরআনী আইনকে কটাক্ষ করে দেয়া নারী অধিকার সংস্কারের প্রস্তাবনা কমিটিসহ বাতিল এবং আরোও বেশ কিছু দাবী নিয়ে আগামী ৩ মে হেফাজতের মহাসমাবেশের ডাক

ইসরাইলি বাহিনী ৯০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে গাজায়

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী গাজায় ৯০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যা এক নতুন মানবিক সংকটের জন্ম দিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, এসব হামলায় শত শত ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন।

গাজার মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেন, “এই লঙ্ঘনগুলোর মধ্যে রয়েছে বিমান ও গোলাবর্ষণ হামলা, ব্যাপক ড্রোন তৎপরতা, মানবিক সহায়তা প্রবেশে বাধা, সাধারণ নাগরিকদের ওপর গুলি চালানো, ঘরবাড়ি ধ্বংস এবং গাড়ি লক্ষ্য করে হামলা।”

তিনি আরও জানান, ইসরাইল গাজায় জ্বালানি প্রবেশে বাধা দিয়েছে, উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি আটকে দিয়েছে এবং ২ লাখ ৬০ হাজার তাঁবু ও অস্থায়ী আবাসন সরঞ্জাম প্রবেশেও বাধা সৃষ্টি করেছে।

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬, আহত ৪৯০

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে পৌঁছেছে এবং অন্তত ৪৯০ জন আহত হয়েছেন।

এদিকে, ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে ইসরাইল ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করছে। তাদের মতে, “মানবিক সহায়তাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা এবং ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়ানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা

গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলি নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশটির ভেতরেও সমালোচনা বৃদ্ধি পাচ্ছে। বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান বলেন, ইসরাইলের কট্টর ডানপন্থি সরকার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এবং বন্দি বিনিময় আলোচনা থেকে সরে আসার চেষ্টা করছে।

গাজার মানবিক সংকটের তীব্রতা ও যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছে, যাতে ইসরাইলি দখলদার বাহিনীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।