অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই অভিযানে মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন এলাকা থেকে ১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রমজান (২৫), রাসেল (২৬), আমির হোসেন (২৪), জাহিদুল (২০), আলিফ (২৪), রাজিব (৩৮), নাজমুল (২৫), মুন্না (২০), রাব্বি (৩৭), কাওসার (২০), রমজান (২৬), কজল আক্তার (২৫), আতাউর (২৩), পারভেজ (২৬), হাসানুজ্জামান (৪২), মো. কারুল হাসান খোকন (৫৪), মো. মনির হোসেন (৬৫), মো. সাইফুদ্দিন আহমেদ (৬৮) এবং সাগর।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।