দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম পবিত্র রমজান উপলক্ষে ১ হাজার ৫১৮ জন কারাবন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন অপরাধে বন্দি থাকা এই কারাবন্দিদের মুক্তি দেওয়ার কারণ শেখ মুহাম্মাদের উদারতা, যাতে তারা রমজান মাসে তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারেন। দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ইশাম ইশা আল-হুমাইদান জানান, দুবাই পাবলিক প্রসিকিউশন ইতোমধ্যেই আইনগত প্রক্রিয়া শুরু করেছে শেখ মুহাম্মাদের আদেশ বাস্তবায়নের জন্য।
এদিকে, আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানান, ২৮ ফেব্রুয়ারি অর্ধচন্দ্র দেখা গেলে রমজান শুরু হবে, অন্যথায় ২ মার্চ থেকে শুরু হবে পবিত্র মাস।
রমজান আরবি বর্ষপঞ্জিকার নবম মাস এবং এ মাসে বিশ্বের কোটি কোটি মুসলমান রোজা রাখেন। চাঁদ দেখা সাপেক্ষে আরবি মাসগুলো নির্ধারণ হয়। এই মাসে মুসলমানরা বেশি ইবাদত-বন্দেগি করেন এবং দান করেন।