সিঙ্গাপুরের বৃহত্তম এবং এশিয়ার শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর একটি, ডিবিএস, আগামী তিন বছরে চার হাজার কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মীদের কাজগুলো ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা পরিচালিত হবে।
আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ডিবিএসের এক মুখপাত্র জানিয়েছেন, সাময়িক ও চুক্তিভিত্তিক পদগুলো ধাপে ধাপে বিলুপ্ত হবে। স্থায়ী কর্মীরা এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন না। বর্তমানে ডিবিএসের মোট ৪১ হাজার কর্মীর মধ্যে ৮-৯ হাজার সাময়িক ও চুক্তিভিত্তিক কর্মী আছেন।
ব্যাংকের বিদায়ী সিইও পিউষ গুপ্ত জানিয়েছেন, ব্যাংকটি প্রায় এক হাজার এআই-সংক্রান্ত পদ তৈরি করবে। তিনি আরও জানান, ডিবিএস এক দশকের বেশি সময় ধরে এআই নিয়ে কাজ করছে এবং বর্তমানে ৩৫০টি ক্ষেত্রে ৮০০-এর বেশি এআই মডেল ব্যবহার করছে। ২০২৫ সালে এগুলোর অর্থনৈতিক প্রভাব ১ বিলিয়ন সিঙ্গাপুর ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এআই প্রযুক্তির প্রসার এর সুবিধা ও ঝুঁকিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বিশেষ করে মানুষের অনেক চাকরি এআইয়ের মাধ্যমে স্বয়ংক্রিয় হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
গত বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, বিশ্বের প্রায় ৪০ শতাংশ চাকরির ওপর এআইয়ের প্রভাব পড়বে। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, এআই অধিকাংশ জায়গায় বৈষম্য বাড়িয়ে তুলবে।
তবে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলির মতে, এআই কোনো বড়সড় চাকরি-খেকো হবে না, বরং মানুষ নতুন প্রযুক্তির সঙ্গে কাজ করা শিখবে।