ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার

ফটিকছড়িতে ৩ ইটভাটা ধ্বংস, ৭ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। একইসাথে দুটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাইন্দং ইউনিয়নে অবস্থিত এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

 

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা লঙ্ঘন করায় এক ইউনিয়নে অবস্থিত পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টে ব্যবস্থা নেওয়া হয়।

 

ইটভাটাগুলোর মধ্যে মেসার্স জনতা ব্রিকস (জেবি), মেসার্স মনির আহমদ (এমএ), মেসার্স মডার্ন ব্রিকস (এমবি) ইত্যাদি চিমনি ও কিলন ধ্বংস করে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া মেসার্স মনির আহমদ ব্রিকস এবং মেসার্স বক্কর ব্রিকসকে যথাক্রমে ৩ লাখ ও ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন র‍্যাব-০৭ চট্টগ্রাম, ফটিকছড়ি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

 

ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম জানান, অবৈধ ইটভাটা পরিবেশের জন্য একটি বড় হুমকি। বিশেষ করে, যেগুলো নিয়ম-নীতি অনুসরণ না করে চালানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পরিবেশের সুরক্ষায় কঠোর এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ

ফটিকছড়িতে ৩ ইটভাটা ধ্বংস, ৭ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। একইসাথে দুটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাইন্দং ইউনিয়নে অবস্থিত এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

 

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা লঙ্ঘন করায় এক ইউনিয়নে অবস্থিত পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টে ব্যবস্থা নেওয়া হয়।

 

ইটভাটাগুলোর মধ্যে মেসার্স জনতা ব্রিকস (জেবি), মেসার্স মনির আহমদ (এমএ), মেসার্স মডার্ন ব্রিকস (এমবি) ইত্যাদি চিমনি ও কিলন ধ্বংস করে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া মেসার্স মনির আহমদ ব্রিকস এবং মেসার্স বক্কর ব্রিকসকে যথাক্রমে ৩ লাখ ও ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন র‍্যাব-০৭ চট্টগ্রাম, ফটিকছড়ি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

 

ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম জানান, অবৈধ ইটভাটা পরিবেশের জন্য একটি বড় হুমকি। বিশেষ করে, যেগুলো নিয়ম-নীতি অনুসরণ না করে চালানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পরিবেশের সুরক্ষায় কঠোর এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।