ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা

ক্যাম্পের অরক্ষিত নিরাপত্তা ব্যবস্থার সুযোগে দল বেধে হাতিয়ার ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা। সাগর পথে পালাতে গিয়ে আনোয়ারার বঙ্গোপসাগর উপকূলের পরুয়া পাড়া এলাকায় নারী–শিশুসহ আটক হয়েছে ৯ জন।

 

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় স্থানীয়রা তাদের আটক করেন। ঘটনাটি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. ইসহাক। এই নিয়ে গত এক মাসে দলবেধে পালানোর সময় আনোয়ারায় রোহিঙ্গাদের ৩টি দল জনতার হাতে আটক হয়।

 

আটককৃতদের দাবি, ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে তাদের জীবনযাত্রার মান নিম্নমানের হওয়ায় সাগর পথে ইঞ্জিনচালিত নৌকায় করে তারা আনোয়ারা উপকূল দিয়ে কঙবাজার ক্যাম্পে যাওয়ার জন্য পালিয়ে আসছে।

 

স্থানীয় ইউপি সদস্য মো. ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূলের পরুয়াপাড়া এলাকায় ৯জন রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করেন। এসময় নৌকার মাঝিকেও আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি আরো বলেন, আটক রোহিঙ্গাদের দাবি, ভাসানচরের ক্যাম্পে রোহিঙ্গাদের জীবনযাত্রার মান ভাল নয়, তাই তারা ছেলেমেয়েদের ভবিষ্যৎ জীবন নিয়ে শঙ্কিত। এজন্য তারা কঙবাজার ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে ওখান থেকে পালিয়ে আসে।

 

কর্ণফুলী থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ৯ রোহিঙ্গাকে আটক করেছে। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা

প্রকাশিত: ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

ক্যাম্পের অরক্ষিত নিরাপত্তা ব্যবস্থার সুযোগে দল বেধে হাতিয়ার ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা। সাগর পথে পালাতে গিয়ে আনোয়ারার বঙ্গোপসাগর উপকূলের পরুয়া পাড়া এলাকায় নারী–শিশুসহ আটক হয়েছে ৯ জন।

 

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় স্থানীয়রা তাদের আটক করেন। ঘটনাটি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. ইসহাক। এই নিয়ে গত এক মাসে দলবেধে পালানোর সময় আনোয়ারায় রোহিঙ্গাদের ৩টি দল জনতার হাতে আটক হয়।

 

আটককৃতদের দাবি, ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে তাদের জীবনযাত্রার মান নিম্নমানের হওয়ায় সাগর পথে ইঞ্জিনচালিত নৌকায় করে তারা আনোয়ারা উপকূল দিয়ে কঙবাজার ক্যাম্পে যাওয়ার জন্য পালিয়ে আসছে।

 

স্থানীয় ইউপি সদস্য মো. ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূলের পরুয়াপাড়া এলাকায় ৯জন রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করেন। এসময় নৌকার মাঝিকেও আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি আরো বলেন, আটক রোহিঙ্গাদের দাবি, ভাসানচরের ক্যাম্পে রোহিঙ্গাদের জীবনযাত্রার মান ভাল নয়, তাই তারা ছেলেমেয়েদের ভবিষ্যৎ জীবন নিয়ে শঙ্কিত। এজন্য তারা কঙবাজার ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে ওখান থেকে পালিয়ে আসে।

 

কর্ণফুলী থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ৯ রোহিঙ্গাকে আটক করেছে। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।