ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না: ধর্ম উপদেষ্টা মার্কিন ভ্রমণ সতর্কতা নিয়ে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় স্থগিত করলেন চেম্বার আদালত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬.৭০ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে পিএসসির নতুন বিজ্ঞপ্তি চবির সমাবর্তনের ১৮ হাজার সনদে নিজ হাতে স্বাক্ষর করছেন উপাচার্য উখিয়ায় চাকমা তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রোহিঙ্গা যুবক আটক বৈষম্যবিরোধী আন্দোলন প্লাটফর্মের বিলুপ্তি চান সাধারণ শিক্ষার্থীরা টঙ্গীতে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে বুধবার (১৯ ডিসেম্বর) এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।  

 

সংবাদমাধ্যম রয়টার্সের তথ্যানুযায়ী, এবার পাকিস্তানের চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে দেশটির রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিরক্ষা সংস্থাও আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোকে এই নিষেধাজ্ঞা টার্গেট করেছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, উদ্বেগের বিস্তার ও সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে।

 

এ ছাড়া মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বিস্তারের হুমকির আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়া পাকিস্তানের অন্যতম সংস্থা হচ্ছে ইসলামাবাদে অবস্থিত দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স (এনডিসি)। এ ছাড়া আক্তার অ্যান্ড সনস প্রাইভেট লিমিটেড। করাচির এই প্রতিষ্ঠানটি এনডিসির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে বিভিন্ন রসদ দিয়ে থাকে।

তৃতীয় সংস্থাটি হলো অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল। এটির অবস্থানও করাচিতে। এই প্রতিষ্ঠানও এনডিসিতে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে। তাছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া পড়া দেশটির আরেকটি প্রতিষ্ঠান হলো রকসাইড এন্টারপ্রাইজ। করাচির এই কোম্পানিও এনডিসিতে সরঞ্জাম দিয়ে থাকে।

এদিকে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার কয়েক ঘণ্টার প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। দেশটি এই এই সিদ্ধান্তকে পক্ষপাতমূলক বলে অভিহিত করেছে।

জনপ্রিয়

গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে বুধবার (১৯ ডিসেম্বর) এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।  

 

সংবাদমাধ্যম রয়টার্সের তথ্যানুযায়ী, এবার পাকিস্তানের চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে দেশটির রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিরক্ষা সংস্থাও আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোকে এই নিষেধাজ্ঞা টার্গেট করেছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, উদ্বেগের বিস্তার ও সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে।

 

এ ছাড়া মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বিস্তারের হুমকির আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়া পাকিস্তানের অন্যতম সংস্থা হচ্ছে ইসলামাবাদে অবস্থিত দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স (এনডিসি)। এ ছাড়া আক্তার অ্যান্ড সনস প্রাইভেট লিমিটেড। করাচির এই প্রতিষ্ঠানটি এনডিসির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে বিভিন্ন রসদ দিয়ে থাকে।

তৃতীয় সংস্থাটি হলো অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল। এটির অবস্থানও করাচিতে। এই প্রতিষ্ঠানও এনডিসিতে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে। তাছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া পড়া দেশটির আরেকটি প্রতিষ্ঠান হলো রকসাইড এন্টারপ্রাইজ। করাচির এই কোম্পানিও এনডিসিতে সরঞ্জাম দিয়ে থাকে।

এদিকে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার কয়েক ঘণ্টার প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। দেশটি এই এই সিদ্ধান্তকে পক্ষপাতমূলক বলে অভিহিত করেছে।