ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ৪ পরিবারের আসবাবপত্র পুড়ে ছাই

হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ চার পরিবারের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গভীর রাত একটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, মঙ্গলবার গভীর রাতে উল্লেখিত ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ রহমত উল্লাহ মেম্বার বাড়িতে রান্না ঘরের চুলা থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে আগুনের লেলিহান শিখা দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে।

 

এ আগুনে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল কাশেম ও পিয়ারুল ইসলাম নামের চার ভাইয়ের ৪ কক্ষ বিশিষ্ট চারটি কাঁচা রান্না ঘর ও ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং বসতঘরের টিভি, ফ্রিজ, খাট ও অন্যান্য আসবাবপত্র ইত্যাদি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৫/৬ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করেছেন স্থানীয়রা।

 

এদিকে আগুন লাগার খবর পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো.মাহফুজ রিভেনের নেতৃত্বে দুটি ইউনিটের ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সবার সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিযন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন বলেও জানান ক্ষতিগ্রস্তরা।

 

সংশ্লিষ্ট ইউপি সদস্য সেলিম জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বেলা ১১ টার দিকে এ প্রতিবেদককে জানান, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত অগ্নিদূর্গতদের সহযোগিতা করার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

 

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ৪ পরিবারের আসবাবপত্র পুড়ে ছাই

প্রকাশিত: ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ চার পরিবারের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গভীর রাত একটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, মঙ্গলবার গভীর রাতে উল্লেখিত ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ রহমত উল্লাহ মেম্বার বাড়িতে রান্না ঘরের চুলা থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে আগুনের লেলিহান শিখা দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে।

 

এ আগুনে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল কাশেম ও পিয়ারুল ইসলাম নামের চার ভাইয়ের ৪ কক্ষ বিশিষ্ট চারটি কাঁচা রান্না ঘর ও ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং বসতঘরের টিভি, ফ্রিজ, খাট ও অন্যান্য আসবাবপত্র ইত্যাদি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৫/৬ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করেছেন স্থানীয়রা।

 

এদিকে আগুন লাগার খবর পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো.মাহফুজ রিভেনের নেতৃত্বে দুটি ইউনিটের ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সবার সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিযন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন বলেও জানান ক্ষতিগ্রস্তরা।

 

সংশ্লিষ্ট ইউপি সদস্য সেলিম জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বেলা ১১ টার দিকে এ প্রতিবেদককে জানান, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত অগ্নিদূর্গতদের সহযোগিতা করার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

 

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি।