ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

হিজবুল্লাহ ইসরায়েলের স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত: উপ-প্রধান নেতা শেখ নাঈম কাশেম

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সংগঠনটির উপ–প্রধান নেতা শেখ নাঈম কাশেম। তিনি বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত এবং এতে হিজবুল্লাহই জয়ী হবে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর চলমান লড়াইও অব্যাহত থাকবে। খবর বিডিনিউজের।

হিজবুল্লাহ এখন পর্যন্ত ইসরায়েলের ওপর ন্যূনতম হামলা চালিয়েছে উল্লেখ করে কশেম বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই দীর্ঘ হতে পারে। কাশেমের এই বক্তব্যের একই সময়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, লেবানন সীমান্তের কাছের সেনারা আকাশ, সাগর এবং স্থলপথে সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল চায় হিজবুল্লাহ এটি চিন্তা করুক যে, লেবাননে তাদের ওপর এখন আগ্রাসন আসন্ন। তবে ইসরায়েলের আগ্রাসনের হুমকির মুখেও হিজবুল্লাহর উপ–প্রধান নেতা কাশেম বলেছেন, হিজবুল্লাহর অভিযান একই গতিতে চলে আসছে এবং গত শুক্রবার নাসরাল্লাহ হত্যাকাণ্ডের পর তা আরও বেড়েছে।

বিবিসি জানায়, কাশেম তার বক্তব্যের মধ্য দিয়ে এই স্পষ্ট বার্তাই দিতে চেয়েছেন যে, হিজবুল্লাহ ইসরায়েলের হামলায় নজিরবিহীন ধাক্কা খেলেও তারা অবিচল থাকবে, পুনরায় সংগঠিত হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়বে।

তিনি আরও বলেছেন, হিজবুল্লাহ অভ্যন্তরীণ ব্যবস্থায় দ্রুতই একটি নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করবে। নতুন নেতৃত্ব বাছাই করাটাও স্পষ্ট। যত দ্রুত সম্ভব নাসরাল্লাহর জায়গায় কাউকে বসানো হবে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। কাশেম ঘোষণা দিয়ে বলেন, আমরা প্রস্তুত। ইসরায়েল স্থল আগ্রাসন চাইলে তা মোকাবেলায় আমাদের প্রতিরোধ বাহিনী প্রস্তুত। আগ্রাসন চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং বেসামরিক নাগরিক হত্যাযজ্ঞ চালানো ইসরায়েলের লক্ষ্য হলেও হিজবুল্লাহ তাদের মূল লক্ষ্য অর্জনে লড়াই করে যাবে, বলেন তিনি।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

হিজবুল্লাহ ইসরায়েলের স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত: উপ-প্রধান নেতা শেখ নাঈম কাশেম

প্রকাশিত: ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সংগঠনটির উপ–প্রধান নেতা শেখ নাঈম কাশেম। তিনি বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত এবং এতে হিজবুল্লাহই জয়ী হবে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর চলমান লড়াইও অব্যাহত থাকবে। খবর বিডিনিউজের।

হিজবুল্লাহ এখন পর্যন্ত ইসরায়েলের ওপর ন্যূনতম হামলা চালিয়েছে উল্লেখ করে কশেম বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই দীর্ঘ হতে পারে। কাশেমের এই বক্তব্যের একই সময়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, লেবানন সীমান্তের কাছের সেনারা আকাশ, সাগর এবং স্থলপথে সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল চায় হিজবুল্লাহ এটি চিন্তা করুক যে, লেবাননে তাদের ওপর এখন আগ্রাসন আসন্ন। তবে ইসরায়েলের আগ্রাসনের হুমকির মুখেও হিজবুল্লাহর উপ–প্রধান নেতা কাশেম বলেছেন, হিজবুল্লাহর অভিযান একই গতিতে চলে আসছে এবং গত শুক্রবার নাসরাল্লাহ হত্যাকাণ্ডের পর তা আরও বেড়েছে।

বিবিসি জানায়, কাশেম তার বক্তব্যের মধ্য দিয়ে এই স্পষ্ট বার্তাই দিতে চেয়েছেন যে, হিজবুল্লাহ ইসরায়েলের হামলায় নজিরবিহীন ধাক্কা খেলেও তারা অবিচল থাকবে, পুনরায় সংগঠিত হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়বে।

তিনি আরও বলেছেন, হিজবুল্লাহ অভ্যন্তরীণ ব্যবস্থায় দ্রুতই একটি নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করবে। নতুন নেতৃত্ব বাছাই করাটাও স্পষ্ট। যত দ্রুত সম্ভব নাসরাল্লাহর জায়গায় কাউকে বসানো হবে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। কাশেম ঘোষণা দিয়ে বলেন, আমরা প্রস্তুত। ইসরায়েল স্থল আগ্রাসন চাইলে তা মোকাবেলায় আমাদের প্রতিরোধ বাহিনী প্রস্তুত। আগ্রাসন চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং বেসামরিক নাগরিক হত্যাযজ্ঞ চালানো ইসরায়েলের লক্ষ্য হলেও হিজবুল্লাহ তাদের মূল লক্ষ্য অর্জনে লড়াই করে যাবে, বলেন তিনি।