ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

রাজধানীতে তিন নারীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর মুগদা ও মতিঝিল এলাকায় পৃথকভাবে তিন জন নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন, মুগদা থানা এলাকায় রুমা আক্তার (১৯), নাদিয়া আক্তার (৩৭) ও মতিঝিলে গোল নাহার বেগম (৫১)।

 

রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুগদা খালপাড় এলাকার একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রুমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন দিবাগত রাতে মানিকনগরের একটি বাসা থেকে কম্বোডিয়া প্রবাসী আবু তাহেরের স্ত্রী নাদিয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

এ তথ্য নিশ্চিত করেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দা আফসানা আফরোজ। তিনি বলেন, ধারণা করা হচ্ছে রুমা আক্তার ও নাদিয়া আক্তার পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

অন্যদিকে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন জানান, গত শনিবার মতিঝিল থানা এলাকা থেকে অসুস্থ অবস্থায় পথচারীরা গোল নাহার বেগমকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১ ডিসেম্বর) বিকালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

 

নিহত নাহার বেগমের ছেলে অনিক জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন তার মা। পরে শনিবার সংবাদ পেয়ে তার মাকে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

অনিক আরও বলেন, তার মা যেদিন থেকে নিখোঁজ ছিলেন—সেদিন থেকে তাদের বাসার সাবলেট রাশেদও বাসায় ছিল না। তিনিই সংবাদ দেন তার মা হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রাশেদকে থানায় নিয়ে গেছেও পুলিশ।

 

পুলিশ জানায়, এই তিন জনের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

রাজধানীতে তিন নারীর অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

রাজধানীর মুগদা ও মতিঝিল এলাকায় পৃথকভাবে তিন জন নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন, মুগদা থানা এলাকায় রুমা আক্তার (১৯), নাদিয়া আক্তার (৩৭) ও মতিঝিলে গোল নাহার বেগম (৫১)।

 

রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুগদা খালপাড় এলাকার একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রুমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন দিবাগত রাতে মানিকনগরের একটি বাসা থেকে কম্বোডিয়া প্রবাসী আবু তাহেরের স্ত্রী নাদিয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

এ তথ্য নিশ্চিত করেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দা আফসানা আফরোজ। তিনি বলেন, ধারণা করা হচ্ছে রুমা আক্তার ও নাদিয়া আক্তার পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

অন্যদিকে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন জানান, গত শনিবার মতিঝিল থানা এলাকা থেকে অসুস্থ অবস্থায় পথচারীরা গোল নাহার বেগমকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১ ডিসেম্বর) বিকালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

 

নিহত নাহার বেগমের ছেলে অনিক জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন তার মা। পরে শনিবার সংবাদ পেয়ে তার মাকে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

অনিক আরও বলেন, তার মা যেদিন থেকে নিখোঁজ ছিলেন—সেদিন থেকে তাদের বাসার সাবলেট রাশেদও বাসায় ছিল না। তিনিই সংবাদ দেন তার মা হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রাশেদকে থানায় নিয়ে গেছেও পুলিশ।

 

পুলিশ জানায়, এই তিন জনের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।