দখলদার ইসরায়েলের দক্ষিণ হাইফার সিজারিয়ায় যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে আবারও হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে এই হামলার পর বাসভবনের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরনা।
খবরে বলা হয়েছে, হাইফা ও তেল আবিবের মাঝামাঝি অবস্থিত সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবন এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে হামলায় হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানালেও, হামলার প্রকৃতি এবং উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সম্প্রতি নেতানিয়াহুর সরকারের নীতির বিরুদ্ধে অভ্যন্তরীণ ও বাইরের চাপ বেড়ে যাওয়ায় এ ধরনের হামলার ঘটনা বারবার ঘটছে। এ ঘটনার পর ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।