ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

টানা ৫৩ ঘন্টার বেশি সময় ধরে চলছে অবরোধ, চলবে বেতন না পাওয়া অবদি

প্রত্যাহারের এক ঘণ্টা পর আবারো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকরা। এর আগে অবরোধ শুরুর ৫৩ ঘণ্টা পর রবিবার দুপুর আড়াইটার দিকে আগামী বৃহস্পতিবার বেতন-ভাতা পরিশোধের প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিলেন শ্রমিকরা।

কয়েকজন শ্রমিক জানান, রবিবার দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া ঘটনাস্থলে সরকারের পক্ষে আগামী বৃহস্পতিবার বেতন দেওয়ার ঘোষণা দেন। এরপর প্রশাসন সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

কিন্তু এক ঘণ্টা না যেতেই ফের একই স্থানে ভোগড়ার কলম্বিয়া মোড়ে মহাসড়ক অবরোধ করেন। গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, সেনাবাহিনী আলোচনার জন্য শ্রমিক প্রতিনিধি হিসেবে কয়েকজনকে ঢাকায় নিয়ে গেছেন। তারা ফিরে না আসা এবং কী আলোচনা হয়েছে না জানা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কেই অবস্থান করবেন জানিয়ে আবার অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

শ্রমিকদের একটি অংশ বলছেন, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। এখন তারা আর কোনো আশ্বাস মানছেন না। অধিকাংশ শ্রমিকের বরাত দিয়ে তারা বলছেন, বকেয়া বেতনের টাকা যতক্ষণ হাতে পাবেন না ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।

 

সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে তারা গত শনিবার সকাল ৯টায় গাজীপুর মহানগরীর ভোগড়ার কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। টানা ৫৩ ঘণ্টা অবরোধের কারণে মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে জনদুভোর্গ চরমে পৌঁছায়।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

টানা ৫৩ ঘন্টার বেশি সময় ধরে চলছে অবরোধ, চলবে বেতন না পাওয়া অবদি

প্রকাশিত: ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

প্রত্যাহারের এক ঘণ্টা পর আবারো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকরা। এর আগে অবরোধ শুরুর ৫৩ ঘণ্টা পর রবিবার দুপুর আড়াইটার দিকে আগামী বৃহস্পতিবার বেতন-ভাতা পরিশোধের প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিলেন শ্রমিকরা।

কয়েকজন শ্রমিক জানান, রবিবার দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া ঘটনাস্থলে সরকারের পক্ষে আগামী বৃহস্পতিবার বেতন দেওয়ার ঘোষণা দেন। এরপর প্রশাসন সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

কিন্তু এক ঘণ্টা না যেতেই ফের একই স্থানে ভোগড়ার কলম্বিয়া মোড়ে মহাসড়ক অবরোধ করেন। গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, সেনাবাহিনী আলোচনার জন্য শ্রমিক প্রতিনিধি হিসেবে কয়েকজনকে ঢাকায় নিয়ে গেছেন। তারা ফিরে না আসা এবং কী আলোচনা হয়েছে না জানা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কেই অবস্থান করবেন জানিয়ে আবার অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

শ্রমিকদের একটি অংশ বলছেন, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। এখন তারা আর কোনো আশ্বাস মানছেন না। অধিকাংশ শ্রমিকের বরাত দিয়ে তারা বলছেন, বকেয়া বেতনের টাকা যতক্ষণ হাতে পাবেন না ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।

 

সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে তারা গত শনিবার সকাল ৯টায় গাজীপুর মহানগরীর ভোগড়ার কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। টানা ৫৩ ঘণ্টা অবরোধের কারণে মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে জনদুভোর্গ চরমে পৌঁছায়।