রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অ্যাকাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের তত্ত্বাবধানে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে অংশ নেয় লেভেল-৪, সেমিস্টার -১ এর শিক্ষার্থীরা।
শনিবার এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন হয়।
বাস্তবিক জ্ঞান অর্জনের লক্ষ্যে এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুর
‘পাঠ্যপুস্তকের পড়ালেখার মধ্যে শুধু সীমাবদ্ধ না থেকে আমাদেরকে বাস্তবিক জ্ঞান অর্জনের লক্ষ্যে মূলত ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন। আজ যে ফিড ইন্ডাস্ট্রিটি ভিজিট করেছি, তা ২০১৯ সালের প্রতিষ্ঠিত। নতুন একটি ইন্ডাস্ট্রি হওয়া সত্ত্বেও তারা যেভাবে তাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়েছে, এটি সত্যি প্রশংসার যোগ্য। একদিকে তাদের উন্নত প্রযুক্তিতে ফিডস্ উৎপাদন অপর দিকে তাদের স্ট্যান্ডার্ড মানের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি। সার্বিকভাবে তাদের সবকিছু নিয়ন্ত্রণ করে মৎস্য, পোল্ট্রি, ক্যাটল ফিডস্ উৎপাদনের সক্ষমতা আমাদের অনেক কিছু শিখতে সাহায্য করেছে। পাশাপাশি তাদের আতিথেয়তা অত্যন্ত ভালো ছিল। তারা আমাদের ধৈর্য নিয়ে পুরোটা সময় তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা শেয়ার করে গেছেন।
~সনিয়া হাসনাত জাহান
আন্তর্জাতিক মানের ল্যাব পরিদর্শনের সুযোগ পেয়েছি
‘আস্থা ফীড মিলের চেয়ারম্যানের আন্তরিকতা অনেক ছিল। তার ওপর এক সপ্তাহেরও কম সময়ে এত সুন্দর একটা arrangement সত্যিই অকল্পনীয়। ওখানকার ল্যাব ফ্যাসিলিটি ইন্টারন্যাশনাল লেভেলের। এরা তাদের ল্যাব এর কাজকে compare করে দেখার জন্য থাইল্যান্ড, নেদারল্যান্ডের মত দেশের মধ্যে তাদের কাজগুলো পাঠায়। তাছাড়া দেশকে প্রাণী ও মৎস্যসম্পদের মাধ্যমে একটি অনন্য লেভেলে নেয়ার জন্য তারা ফার্মারদের জন্য কাজ করে থাকে এবং ফিড ফর্মুলেশনে এদের মান অনেক উপরে।’
~হৃদয় চক্রবর্তী
যেসব বিষয় বইয়ে পড়েছি সেগুলো চাক্ষুষ দেখার সুযোগ হয়েছে
‘সর্বোপরি একটু ইউনিক এক্সপেরিয়েন্স ছিল। তত্ত্বীয় অনেক পড়ালেখা করা হলেও পড়াশোনার বিষয়গুলো সামনে থেকে এভাবে দেখার সুযোগ হয়নি এর আগে। এবার যেসব বিষয় বইয়ে পড়েছি, সেগুলো চাক্ষুষ দেখার সুযোগ হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অনেক সহযোগিতাপূর্ণ ছিলেন, যে কারণে আমরা অনেক বিষয়ে জানতে পেরেছি এবং বাস্তবসম্মত অভিজ্ঞতা লাভ করেছি। এই সুযোগটি তৈরি করে দেওয়ার জন্যে আমাদের শিক্ষকমণ্ডলীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
~ইনান নূর রহমান