চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ হয়েছে। পাসের হার ৩২.০৬ শতাংশ। মেধা তালিকায় প্রথম হওয়া শিক্ষার্থী পেয়েছেন ৯৭.৫ নম্বর। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১১টায় এ ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।
ফলাফলে দেখা যায়, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষায় পাস করেন ২৯ হাজার ৪১১ জন ও পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৫৯ হাজার ৫১১ জন। গত শনিবার (১ মার্চ) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক হাজার ২১৫টি আসনের বিপরীতে আবেদন পড়ে এক লাখ ৯ হাজার ৮১টি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সাইন্স অ্যান্ড ফিশারিজ অনুষদসহ মোট ৪টি অনুষদ রয়েছে।