ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

লোকে লোকারণ্য ছিল সোহরাওয়ার্দী উদ্যান: ইসলামি মহাসম্মেলন

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হলো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ওলামা মাশায়েখ বাংলাদেশের ডাকা এই সম্মেলন উপলক্ষে জনস্রোত তৈরি হয় আশপাশের এলাকায়। সকাল ৯টা থেকে শুরু হওয়া সম্মেলন চলে বেলা ১টার নাগাদ।

 

তাবলিগ জামায়াতের দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিপক্ষে এই সম্মেলন ডাকেন প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারীরা। ‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া ও দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে এই সমাবেশ ডাকা হয়।

 

 

ভোর থেকেই লোকজন সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন। সম্মেলন শুরুর আগেই পুরো এলাকা লোকারণ্য হয়ে যায়। দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে এই সম্মেলনে যোগ দিয়েছেন বলে জানান অংশগ্রহণকারীরা।

 

 

দুই বারের পরিবর্তে একবার বিশ্ব ইজতেমার আয়োজন এবং ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদে সাদপন্থীদের ঢুকতে দেওয়া হবে না বলে সম্মেলনে হুঁশিয়ারি দেন বক্তারা।

 

 

তারা বলেন, সাবেক ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যোগসাজশ করে নকল তাবলিগ নানা সুবিধা নিয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকেও যাতে সুবিধা নিতে না পারে সেজন্য তাদের প্রতিহত করতে হবে।

 

মিরপুরে রোডে দায়িত্বরত রমনা জোনের একজন ট্রাফিক সার্জেট জানান, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কেন্দ্রে তেমন কোন যানজট সৃষ্টি হয়নি। মিরপুর রোড দিয়ে শাহবাগের দিকে গাড়িগুলো কাঁটাবনের বিকল্প সড়কে দিয়ে প্রবেশ করছে। এছাড়া কিছু কিছু যানবাহন সোজা নিউমার্কেট দিয়ে যাচ্ছে। শুধু শাহবাগের পয়েন্ট গাড়ি চলাচল সীমিত রয়েছে।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

লোকে লোকারণ্য ছিল সোহরাওয়ার্দী উদ্যান: ইসলামি মহাসম্মেলন

প্রকাশিত: ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হলো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ওলামা মাশায়েখ বাংলাদেশের ডাকা এই সম্মেলন উপলক্ষে জনস্রোত তৈরি হয় আশপাশের এলাকায়। সকাল ৯টা থেকে শুরু হওয়া সম্মেলন চলে বেলা ১টার নাগাদ।

 

তাবলিগ জামায়াতের দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিপক্ষে এই সম্মেলন ডাকেন প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারীরা। ‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া ও দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে এই সমাবেশ ডাকা হয়।

 

 

ভোর থেকেই লোকজন সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন। সম্মেলন শুরুর আগেই পুরো এলাকা লোকারণ্য হয়ে যায়। দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে এই সম্মেলনে যোগ দিয়েছেন বলে জানান অংশগ্রহণকারীরা।

 

 

দুই বারের পরিবর্তে একবার বিশ্ব ইজতেমার আয়োজন এবং ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদে সাদপন্থীদের ঢুকতে দেওয়া হবে না বলে সম্মেলনে হুঁশিয়ারি দেন বক্তারা।

 

 

তারা বলেন, সাবেক ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যোগসাজশ করে নকল তাবলিগ নানা সুবিধা নিয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকেও যাতে সুবিধা নিতে না পারে সেজন্য তাদের প্রতিহত করতে হবে।

 

মিরপুরে রোডে দায়িত্বরত রমনা জোনের একজন ট্রাফিক সার্জেট জানান, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কেন্দ্রে তেমন কোন যানজট সৃষ্টি হয়নি। মিরপুর রোড দিয়ে শাহবাগের দিকে গাড়িগুলো কাঁটাবনের বিকল্প সড়কে দিয়ে প্রবেশ করছে। এছাড়া কিছু কিছু যানবাহন সোজা নিউমার্কেট দিয়ে যাচ্ছে। শুধু শাহবাগের পয়েন্ট গাড়ি চলাচল সীমিত রয়েছে।