আওয়ামীলীগের পুনঃগঠন এবং শেখ হাসিনার পদত্যাগের ব্যাপারে বর্তমান রাষ্ট্রপতির বক্তব্যকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমনায়ক হাসনাত আব্দুল্লাহ এক ভিডিও বিবৃতিত প্রকাশ করেছেন।
উক্ত বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবিধানের রাষ্ট্রপতি তার পদত্যাগ করা নিয়ে করা মন্তব্য, প্রবাসী সরকার গঠনের ঘোষণা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকাসহ দেশের নানা জায়গায় ছাত্রলীগের মাথা চাড়া দিয়ে ওঠার প্রবণতা এবং যেসব বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক চক্রান্ত চলছে তার সবই একই সূত্রে গাঁথা।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের পতিত আত্মাদের ফিরে আসার এই চেষ্টা রুখে দাঁড়াতে হলে আমাদের সবাইকে নিজস্ব রাজনৈতিক ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ভুলে গিয়ে ৫ই আগস্টের পূর্বের মতো এক কাতারে দাঁড়াতে হবে। ৫ ই আগস্টের আগে আমরা যেরকম সবাই শেখ হাসিনার জুলুমের শিকার মাজলুম ছিলাম; এখনো আমাদের সেই আত্মপরিচয় ধরে রেখে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নতুবা আওয়ামী লীগের ফিরে আসা আটকানো যাবে না।
তিনি আরো প্রস্তাব করেন যে আওয়ামী লীগের ফিরে আসা ঠেকাতে বিভিন্ন পদে থাকা তাদের দোসরদের পদচ্যুত, তাদের স্থায়ীভাবে রাজনৈতিক সংগঠন হিসেবে নিষিদ্ধ করাসহ দরকারি যত রকমের পদক্ষেপ আছে তা গ্রহণ করতে হবে।