ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে (স্থানীয় সময়) লেবানন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হেনেছে। তবে এ সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার ওই বাসভবনে উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আলজাজিরা, সিএনএন।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে তিনটি ড্রোন ছোড়া হয়েছে। এর মধ্যে একটি ড্রোন সিজারিয়ায় প্রধানমন্ত্রীর বাসভবনে আঘাত হেনেছে এবং গুলি চালিয়ে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনীর নিরাপত্তা ব্যবস্থাকে দৃশ্যত ব্যাপক প্রশ্নের মুখে ফেলে দেওয়া এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ড্রোনটির পেছনে ইসরাইলি সামরিক বাহিনীর অ্যাটাক হেলিকপ্টার ও যুদ্ধবিমান ছুটছে। কিন্তু ড্রোনটি মুহূর্তের মধ্যেই নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। এ সময় সেখানে প্রচুর ধোঁয়া উড়তে দেখা যায়। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা।
ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলে সবচেয়ে বড় ঘটনা হিসাবে নেতানিয়াহুর বাসভবনে এ হামলাকে দেখা হচ্ছে। ইসরাইলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহ নতুন ধাপে প্রবেশ করার তথ্য জানানোর একদিন পর এই হামলার ঘটনা ঘটেছে। এর একদিন আগে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে সংঘাতে নতুন ধাঁচের অস্ত্র মোতায়েন করেছে হিজবুল্লাহ।
গোষ্ঠীটির অপারেশন রুম থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা প্রথমবারের মতো নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করেছেন। যোদ্ধারা দক্ষিণ লেবাননের কয়েকটি অংশে আক্রমণকারী ইসরাইলি সেনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য পূর্বপরিকল্পনা অনুযায়ী কাজ করছেন বলেও জানানো হয়েছে।