গাজায় আবারও ভয়াবহতা বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। রোববার (১৮ মে) দিনভর অভিযান চালিয়ে ইসরাইলি সেনারা ১৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের অধিকাংশই গাজার উত্তরাঞ্চল ও গাজা সিটির বাসিন্দা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা চিকিৎসা সূত্রের বরাতে সোমবার (১৯ মে) এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত ফিলিস্তিনে ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ২০ হাজারের বেশি।
দীর্ঘ ১৫ মাসের সংঘাতের পর মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে ইসরাইল গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। তবে মাত্র দুই মাস না যেতেই ১৮ মার্চ থেকে আবার সামরিক অভিযান শুরু করে। দ্বিতীয় দফার এই আগ্রাসনে এখন পর্যন্ত ৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৮ হাজারের বেশি আহত হয়েছেন।
হামাসের হাতে থাকা প্রায় ৩৫ জন জীবিত জিম্মিকে উদ্ধারের অজুহাতে ইসরাইল এই সামরিক অভিযানকে জোরদার করেছে। ফলে প্রতিদিনই বেড়েই চলেছে হতাহতের সংখ্যা ও ধ্বংসযজ্ঞ।
গাজায় সামরিক অভিযান বন্ধে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একাধিকবার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-তে মামলা হয়েছে।
তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, হামাসকে সম্পূর্ণরূপে নিঃশেষ ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।