ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ভারত থেকে ঠেলে দিয়ে যাওয়া ৭৮ জনের ৩ ভারতীয়কে আদালতে সোপর্দ টানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের গুলিতে আহত ২, নিখোঁজ ৩ বাংলাদেশি ঢাকাসহ সারাদেশে ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস বর্ষার আগেই কদম ফুলের আগমন, প্রকৃতিতে জেগেছে অনন্য রূপ টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন বিরাট কোহলি, ১৪ বছরের জার্সি গর্বের স্মৃতি হয়ে রইল ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেও আফগান সীমান্তে শান্তির বার্তা, কাবুলে চীন-পাকিস্তান-আফগানিস্তান ত্রিপাক্ষিক বৈঠক জুলাই গণ-অভ্যুত্থান ও শাপলা চত্বরে গণহত্যা: মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে শুনানি পিলখানা বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ৪০ বিডিআর সদস্যের জামিন মঞ্জুর সিভিল সার্জনদের আন্তরিকতায় স্বাস্থ্যসেবার মান ২৫ শতাংশ বাড়ানো সম্ভব: ড. ইউনূস

শাহ আমানতে ৩০ হাজার দিরহাম ও চোরাই মোবাইলসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ হাজার দিরহাম, ১০টি চোরাই মোবাইল ফোন ও সুতার কার্টুনসহ মো. সাঈম নওয়াজ নামের এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

 

রবিবার (১১ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

 

বেবিচকের সদর দপ্তরের সিকিউরিটি ডিভিশনের তথ্যের ভিত্তিতে বিমানবন্দর নিরাপত্তা শাখার সহায়তায় অভিযানটি চালায় এনএসআই-এর চট্টগ্রাম বিমানবন্দর টিম। চোরাচালানের উদ্দেশ্যে এসব বৈদেশিক মুদ্রা ও মোবাইল ফোন সুতার কার্টুনের ভেতরে লুকিয়ে বহন করা হচ্ছিল।

 

এনএসআই জানিয়েছে, আটক সাঈম নওয়াজের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি বাংলাদেশ বিমানের বিজি-৬১৬ ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

 

তল্লাশিতে উদ্ধার হয় ৩০ হাজার ইউএই দিরহাম, যার বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকা (প্রতি দিরহাম ৩৩ টাকা ধরে) এ ছাড়া আইফোন ও স্যামসাংয়ের ১০টি স্মার্টফোন, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা এবং আনুমানিক দুই লাখ টাকার দুটি সুতার কার্টুন উদ্ধার করা হয়েছে।

 

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ ৭ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বহন করতে পারেন। এই সীমা অতিক্রম করায় তাঁর সঙ্গে থাকা সব বৈদেশিক মুদ্রা আটক করা হয়েছে।

 

এ ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। তাঁরা আরও জানান, আটক সাঈম নওয়াজ মধ্যপ্রাচ্যে নিয়মিত যাতায়াত করেন।

 

উদ্ধারকৃত মুদ্রা, মোবাইল ফোন ও অন্যান্য পণ্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আনুমানিক রাজস্ব মূল্য ধরা হয়েছে ২৩ লাখ ৩০ হাজার টাকা।

জনপ্রিয়

ভারত থেকে ঠেলে দিয়ে যাওয়া ৭৮ জনের ৩ ভারতীয়কে আদালতে সোপর্দ

শাহ আমানতে ৩০ হাজার দিরহাম ও চোরাই মোবাইলসহ যাত্রী আটক

প্রকাশিত: ২৪ ঘন্টা আগে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ হাজার দিরহাম, ১০টি চোরাই মোবাইল ফোন ও সুতার কার্টুনসহ মো. সাঈম নওয়াজ নামের এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

 

রবিবার (১১ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

 

বেবিচকের সদর দপ্তরের সিকিউরিটি ডিভিশনের তথ্যের ভিত্তিতে বিমানবন্দর নিরাপত্তা শাখার সহায়তায় অভিযানটি চালায় এনএসআই-এর চট্টগ্রাম বিমানবন্দর টিম। চোরাচালানের উদ্দেশ্যে এসব বৈদেশিক মুদ্রা ও মোবাইল ফোন সুতার কার্টুনের ভেতরে লুকিয়ে বহন করা হচ্ছিল।

 

এনএসআই জানিয়েছে, আটক সাঈম নওয়াজের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি বাংলাদেশ বিমানের বিজি-৬১৬ ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

 

তল্লাশিতে উদ্ধার হয় ৩০ হাজার ইউএই দিরহাম, যার বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকা (প্রতি দিরহাম ৩৩ টাকা ধরে) এ ছাড়া আইফোন ও স্যামসাংয়ের ১০টি স্মার্টফোন, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা এবং আনুমানিক দুই লাখ টাকার দুটি সুতার কার্টুন উদ্ধার করা হয়েছে।

 

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ ৭ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বহন করতে পারেন। এই সীমা অতিক্রম করায় তাঁর সঙ্গে থাকা সব বৈদেশিক মুদ্রা আটক করা হয়েছে।

 

এ ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। তাঁরা আরও জানান, আটক সাঈম নওয়াজ মধ্যপ্রাচ্যে নিয়মিত যাতায়াত করেন।

 

উদ্ধারকৃত মুদ্রা, মোবাইল ফোন ও অন্যান্য পণ্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আনুমানিক রাজস্ব মূল্য ধরা হয়েছে ২৩ লাখ ৩০ হাজার টাকা।