ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়তে দল-মত নির্বিশেষে কাজের আহ্বান মেয়রের শিক্ষার্থীদের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত, ভিডিও ভাইরাল পুলিশ দেখে পুকুরে ঝাঁপ, ইউপি সদস্য গ্রেফতার ভাটিয়ারীতে ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা আটক মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ৫৯ জন আটক আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি সঞ্চয়ের চেয়ে ভাঙতেই বেশি নজর গ্রাহকের চুয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকারী ১৪ জনকে আটক করল বিজিবি আগরতলায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক, পুশইন ও মাদক ইস্যুতে আলোচনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা নিষিদ্ধ

ভারত থেকে ঠেলে দিয়ে যাওয়া ৭৮ জনের ৩ ভারতীয়কে আদালতে সোপর্দ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত রোববার গভীর সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। তাঁদের মধ্যে ৩ জন ভারতীয় নাগরিক। আর বাকি ৭৫ জন বাংলাদেশি। বাংলাদেশিদের তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ভারতীয় ৩ নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

রোববার রাত ১১টায় কোস্ট গার্ডের সদস্যরা ৭৮ জনকে সাতক্ষীরার শ্যামনগর থানায় নিয়ে আসেন। তাঁদের মধ্যে ৩ জন ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাট শহরের বাসিন্দা।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানান, ৩ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা জোনাল অফিসের পিও মশিউর রহমান বাদী হয়ে আজ সোমবার মামলাটি করেন। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

বাকি ৭৫ জন বাংলাদেশি নাগরিককে তাঁদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান মিথুন সরকার।

প্রসঙ্গত, ৮ মে সন্ধ্যায় বিএসএফ এসব ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক হিসেবে ঠেলে দিয়ে যায় এবং তাঁরা হেঁটে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে চলে আসেন। পরে তাঁদের সমুদ্রপথে মোংলা কোস্ট গার্ড অফিসে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় লোকজন উদ্বেগ প্রকাশ করেছে এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

জনপ্রিয়

পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়তে দল-মত নির্বিশেষে কাজের আহ্বান মেয়রের

ভারত থেকে ঠেলে দিয়ে যাওয়া ৭৮ জনের ৩ ভারতীয়কে আদালতে সোপর্দ

প্রকাশিত: ৬ ঘন্টা আগে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত রোববার গভীর সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। তাঁদের মধ্যে ৩ জন ভারতীয় নাগরিক। আর বাকি ৭৫ জন বাংলাদেশি। বাংলাদেশিদের তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ভারতীয় ৩ নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

রোববার রাত ১১টায় কোস্ট গার্ডের সদস্যরা ৭৮ জনকে সাতক্ষীরার শ্যামনগর থানায় নিয়ে আসেন। তাঁদের মধ্যে ৩ জন ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাট শহরের বাসিন্দা।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানান, ৩ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা জোনাল অফিসের পিও মশিউর রহমান বাদী হয়ে আজ সোমবার মামলাটি করেন। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

বাকি ৭৫ জন বাংলাদেশি নাগরিককে তাঁদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান মিথুন সরকার।

প্রসঙ্গত, ৮ মে সন্ধ্যায় বিএসএফ এসব ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক হিসেবে ঠেলে দিয়ে যায় এবং তাঁরা হেঁটে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে চলে আসেন। পরে তাঁদের সমুদ্রপথে মোংলা কোস্ট গার্ড অফিসে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় লোকজন উদ্বেগ প্রকাশ করেছে এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।