ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রাম বন্দরে বিশ্বমানের অপারেটর আনা হবে: বিডা চেয়ারম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠনের প্রজ্ঞাপন জারি আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা প্রধান উপদেষ্টার ঈদের আগে ১৭ ও ২৪ মে খোলা থাকবে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পদ ছাড়লেন স্নিগ্ধ, দায়িত্ব নিলেন লে. কর্নেল কামাল আকবর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ডাক এনসিপির ববি ভিসির অপসারণ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের যুগপৎ আন্দোলন চবিতে থ্যালাসেমিয়া রোগীদের প্রতিবন্ধী স্বীকৃতির দাবিতে বিআরএফ ইয়ুথ ক্লাবের মানববন্ধন নিষিদ্ধের চূড়ান্ত পর্যায়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় উপসহকারি কৃষি কর্মকর্তা আব্বাস পাটোয়ারী বাবর নিহত

লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকের ধাক্কায় আব্বাস পাটোয়ারী বাবর (২৯) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাজীগঞ্জ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত বাবর নোয়াখালীর সেনবাগ উপজেলার কৃষি অফিসে উপসহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৌলভীরটেক এলাকার মৃত তরিক উল্লাহর ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিনের ছুটি পেয়ে বাবর মোটরসাইকেলে করে কর্মস্থল সেনবাগ থেকে নিজ বাড়ি কমলনগরে ফিরছিলেন। পথিমধ্যে রামগতি উপজেলার হাজীগঞ্জ এলাকায় পৌঁছালে চট্টগ্রাম মেট্রো-ট ১২-১২ ৬১ নম্বরের একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গিয়ে সয়াবিনের স্তূপের উপর ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তিনি মৃত্যুবরন করেন।

 

দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ট্রাকটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে বিশ্বমানের অপারেটর আনা হবে: বিডা চেয়ারম্যান

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় উপসহকারি কৃষি কর্মকর্তা আব্বাস পাটোয়ারী বাবর নিহত

প্রকাশিত: ৮ ঘন্টা আগে

লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকের ধাক্কায় আব্বাস পাটোয়ারী বাবর (২৯) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাজীগঞ্জ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত বাবর নোয়াখালীর সেনবাগ উপজেলার কৃষি অফিসে উপসহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৌলভীরটেক এলাকার মৃত তরিক উল্লাহর ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিনের ছুটি পেয়ে বাবর মোটরসাইকেলে করে কর্মস্থল সেনবাগ থেকে নিজ বাড়ি কমলনগরে ফিরছিলেন। পথিমধ্যে রামগতি উপজেলার হাজীগঞ্জ এলাকায় পৌঁছালে চট্টগ্রাম মেট্রো-ট ১২-১২ ৬১ নম্বরের একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গিয়ে সয়াবিনের স্তূপের উপর ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তিনি মৃত্যুবরন করেন।

 

দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ট্রাকটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’