ভারত থেকে সীমান্ত দিয়ে জোর করে মানুষ বাংলাদেশে প্রবেশ করানোর ঘটনাকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর পাওয়া যাচ্ছে। যদি তারা বাংলাদেশের নাগরিক হন, তবে তা আনুষ্ঠানিক প্রক্রিয়ায় জানাতে হবে।
তিনি আরও জানান, এ বিষয়ে ভারতের দিল্লির সঙ্গে আলোচনা চলছে এবং বাংলাদেশ-ভারত সীমান্তে জোরপূর্বক প্রবেশের ঘটনাগুলো সম্পর্কে তাদের জানানো হয়েছে।
সম্প্রতি মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকরা বিজিবিকে জানিয়েছেন, বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে।