ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
যৌতুকবিহীন বিয়ে, জামায়াতের উপহার পেল নবদম্পতিরা ঢাকার সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই গ্রেফতার ক্রিকেটার রুবেলের ভাতিজা নিখোঁজ বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় শেখ হাসিনার সাবেক সহকারী গ্রেফতার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে গাইবান্ধার সাহাবুল ইসলাম বহিষ্কার আসামি গ্রেফতারে পূর্বানুমতির আদেশ চেম্বার আদালতেও স্থগিত ডিএনসিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি: অযথা হর্ন বাজানো গাড়ির চালক শনাক্তে উদ্যোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ভালো মশা’: বাংলাদেশে উলবাকিয়া প্রযুক্তির সফল অগ্রগতি পরীক্ষার আগের দিন ফেসবুকে প্রশ্ন ফাঁস, শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ তদন্তের মুখে বাংলাদেশ পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিসহ ১৫ কর্মকর্তার বদলি

১০ মে থেকে শুরু ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’

আগামী ১০ মে থেকে সারাদেশে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’ পালন শুরু হবে। ওই দিন ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদফতরে সপ্তাহটির উদ্বোধন এবং ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ প্রদান করা হবে।

 

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং পুরস্কার বিতরণ করবেন। সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং স্বাগত বক্তব্য রাখবেন। মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

 

এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’।

 

শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে উৎসাহ দিতে এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবদান রাখায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৪টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও কুইজ প্রতিযোগিতার ভিত্তিতে ১৮টি ক্যাটাগরিতে মোট ১০৮টি পুরস্কার এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ৪২টি পুরস্কারসহ মোট ১৫০টি পুরস্কার দেওয়া হবে।

 

শিক্ষার্থীদের জন্য পুরস্কারের অর্থমূল্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার টাকা এবং পদক ও সনদ থাকবে। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সেরা অবস্থানকারীরা পাবেন ৫০ হাজার টাকা, পদক/ক্রেস্ট ও সনদ।

 

উপজেলা ও বিদ্যালয় পর্যায়ে নানা প্রতিযোগিতা, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান এবং শিক্ষা উপকরণ প্রদর্শনীসহ নানা আয়োজনে এই সপ্তাহ উদযাপন করা হবে। জাতীয় পর্যায়ে বিতর্ক, ভিডিও প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।

জনপ্রিয়

যৌতুকবিহীন বিয়ে, জামায়াতের উপহার পেল নবদম্পতিরা

১০ মে থেকে শুরু ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’

প্রকাশিত: ১৯ ঘন্টা আগে

আগামী ১০ মে থেকে সারাদেশে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’ পালন শুরু হবে। ওই দিন ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদফতরে সপ্তাহটির উদ্বোধন এবং ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ প্রদান করা হবে।

 

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং পুরস্কার বিতরণ করবেন। সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং স্বাগত বক্তব্য রাখবেন। মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

 

এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’।

 

শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে উৎসাহ দিতে এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবদান রাখায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৪টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও কুইজ প্রতিযোগিতার ভিত্তিতে ১৮টি ক্যাটাগরিতে মোট ১০৮টি পুরস্কার এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ৪২টি পুরস্কারসহ মোট ১৫০টি পুরস্কার দেওয়া হবে।

 

শিক্ষার্থীদের জন্য পুরস্কারের অর্থমূল্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার টাকা এবং পদক ও সনদ থাকবে। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সেরা অবস্থানকারীরা পাবেন ৫০ হাজার টাকা, পদক/ক্রেস্ট ও সনদ।

 

উপজেলা ও বিদ্যালয় পর্যায়ে নানা প্রতিযোগিতা, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান এবং শিক্ষা উপকরণ প্রদর্শনীসহ নানা আয়োজনে এই সপ্তাহ উদযাপন করা হবে। জাতীয় পর্যায়ে বিতর্ক, ভিডিও প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে।