রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিলের দ্রুত শুনানির জন্য আবেদন করেছে জামায়াতে ইসলামীর আইনজীবী। রোববার সকালে আপিল বিভাগে এই আবেদন করেন তিনি।
আবেদনে বলা হয়, মামলাটির শুনানি আগেই শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ তা বন্ধ হয়ে যায়। গত ২২ অক্টোবর আপিল বিভাগ জামায়াতের খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দেয়, যার ফলে দলটি নিবন্ধন ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পেতে আবারও আইনি লড়াইয়ের সুযোগ পায়।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট এক রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে। পরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।