চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার দিনে রাজধানীর গুলশানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা ও সাফি মীর, এবং ছাত্রলীগের কর্মী আবিদ হোসেন ও হৃদয় হোসেন। তাদের সবার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে।
১৫ এপ্রিল রাতে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দর গ্রামে মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনার তদন্তে পুলিশ এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি এস এম আমানুল্লাহ।