এএইচএফ কাপের ফাইনালে ওঠা দুই দলই হকি এশিয়া কাপে খেলার সুযোগ পাবে—এই সমীকরণ সামনে রেখে আজ জাকার্তায় সেমিফাইনালে ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ পুরুষ হকি দল। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫-৪ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।
এই পরাজয়ের ফলে ভারতের বিহারে অনুষ্ঠিতব্য হকি এশিয়া কাপে জায়গা পায়নি বাংলাদেশ, সুযোগটি হাতিয়ে নিয়েছে ওমান। অন্য সেমিফাইনালে কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ নিশ্চিত করেছে চাইনিজ তাইপে।
আগামী হকি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ভারতের বিহারের রাজগিরে, যেখানে অংশ নেবে মোট আটটি দল। ১৯৮২ সাল থেকে আয়োজিত এশিয়া কাপে এবারই প্রথমবারের মতো খেলতে পারছে না বাংলাদেশ। এর আগে তারা প্রতিটি আসরে অংশ নিয়েছে এবং ১৯৮৫ ও ২০১৭ সালে দুইবার স্বাগতিকও ছিল।
ম্যাচের শুরুতে ৮ মিনিটেই লিড নেয় ওমান। ১৩ মিনিটে সবুজের গোলে সমতায় ফেরে বাংলাদেশ এবং ২৪ মিনিটে আশরাফুল ইসলামের গোলে এগিয়েও যায়। তবে ওমান মাত্র চার মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় ওমান।
বাংলাদেশ রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে কাজাখস্তানের বিপক্ষে।