বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করছেন এবং ফ্যাসিস্ট নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। তিনি বলেন, যে প্রজন্মের হাত ধরে বাংলাদেশে বিপ্লবের চেতনা সৃষ্টি হয়েছে, সেই চেতনাকে সহজে দমন করা যাবে না, কারণ এই প্রজন্ম অন্যায়কে কখনো সহ্য করে না।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জেলা ছাত্রশিবির আয়োজিত ‘স্মার্ট টুডে আইকন টুমোরো’ শীর্ষক অনুষ্ঠানে সরকারি অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে যেটি ঘটেছে, তা ছিল একটি জনঅংশগ্রহণভিত্তিক বিপ্লব। কিন্তু আজ আমরা অনেকের মাঝে সেই বিপ্লবের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি না। বরং কেউ কেউ আবার ফ্যাসিবাদী শক্তিকে পুনরায় সংগঠিত করার চেষ্টা করছে।”
জাহিদুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা নতুন রূপে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চান, তারা মনে রাখুন, ২০২৪-২৫ সালের প্রজন্ম সুপ্ত আগ্নেয়গিরির মতো। এই প্রজন্ম কোনো অন্যায়, জুলুম কিংবা ফ্যাসিবাদকে মেনে নেবে না। যদি কেউ এমন চেষ্টা করে, তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলার আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দিন, সাবেক ছাত্রশিবির সভাপতি তোফায়েল প্রধান, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাহমুদ হিমু ও ছাত্রশিবির সভাপতি জুলফিকার রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।