ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনা হবে: প্রেস সচিব কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে ধর্মীয় বিশ্বাসের প্রতি অসম্মান দেখানো হয়েছে: নারী অধিকার আন্দোলন সংবাদপত্র প্রকাশে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে দেশের ৬ বিভাগে টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ল ১০ হাজার টাকার বেশি নোয়াখালীতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষককে অব্যাহতি

চবির চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম শহর থেকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

 

সোমবার (২১ এপ্রিল) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি করেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে চারুকলার শিক্ষার্থী ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থী এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে দেখা গেছে।

 

শিক্ষার্থীরা জানান, প্রশাসন আমাদের কথা দিয়েছে ১ এপ্রিলের মধ্যে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনবে। আমরা এর কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। প্রশাসনের বেধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

 

চারুকলা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী মাসরুর আল ফাহিম আজাদীকে বলেন, গত বছরের শেষের দিকে আমাদের আন্দোলনের মুখে প্রশাসন কথা দিয়েছিল ১ এপ্রিলের মধ্যে চারুকলা মূল ক্যাম্পাসে আনা হবে। কিন্তু সেই কথা রাখেনি প্রশাসন। তাই আমরা আন্দোলনে নেমেছি।

 

তিনি বলেন, আমাদের বর্তমান প্রশাসন চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে অনেক আন্তরিক। কিন্তু আমাদের ইনস্টিটিউটের কিছু শিক্ষক এবং সিন্ডিকেটের কিছু আওয়ামীপন্থী শিক্ষকদের জন্য বিষয়টি ঝুলে আছে। আমাদের দাবি আদায় না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।

 

এর আগে গত ডিসেম্বর মাসে শিক্ষার্থীরা আন্দোলন করলে চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে নীতিগতভাবে চবি প্রশাসন একমত হয় বলে জানা গেছে।

 

তখন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেছেন, এ বিষয়ে উদ্যোগ শুরু হয়েছে। চারুকলার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মূল ক্যাম্পাসে ফিরে আসার দাবি করছিল। আগের প্রশাসন তাদের আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। আমরা দায়িত্ব নেওয়ার পর তারা আমাদের দাবি দিয়েছিল। তাদের আমরা বলেছিলাম ধৈর্য ধরতে। এরমধ্যে তারা পুনরায় আন্দোলন শুরু করে দেয়। তাদের সাথে কথা বলে ‘প্রিন্সিপালি অ্যাগ্রি’ করেছি তাদের নিয়ে আসার জন্য।

জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি

চবির চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম শহর থেকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

 

সোমবার (২১ এপ্রিল) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি করেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে চারুকলার শিক্ষার্থী ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থী এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে দেখা গেছে।

 

শিক্ষার্থীরা জানান, প্রশাসন আমাদের কথা দিয়েছে ১ এপ্রিলের মধ্যে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনবে। আমরা এর কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। প্রশাসনের বেধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

 

চারুকলা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী মাসরুর আল ফাহিম আজাদীকে বলেন, গত বছরের শেষের দিকে আমাদের আন্দোলনের মুখে প্রশাসন কথা দিয়েছিল ১ এপ্রিলের মধ্যে চারুকলা মূল ক্যাম্পাসে আনা হবে। কিন্তু সেই কথা রাখেনি প্রশাসন। তাই আমরা আন্দোলনে নেমেছি।

 

তিনি বলেন, আমাদের বর্তমান প্রশাসন চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে অনেক আন্তরিক। কিন্তু আমাদের ইনস্টিটিউটের কিছু শিক্ষক এবং সিন্ডিকেটের কিছু আওয়ামীপন্থী শিক্ষকদের জন্য বিষয়টি ঝুলে আছে। আমাদের দাবি আদায় না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।

 

এর আগে গত ডিসেম্বর মাসে শিক্ষার্থীরা আন্দোলন করলে চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে নীতিগতভাবে চবি প্রশাসন একমত হয় বলে জানা গেছে।

 

তখন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেছেন, এ বিষয়ে উদ্যোগ শুরু হয়েছে। চারুকলার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মূল ক্যাম্পাসে ফিরে আসার দাবি করছিল। আগের প্রশাসন তাদের আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। আমরা দায়িত্ব নেওয়ার পর তারা আমাদের দাবি দিয়েছিল। তাদের আমরা বলেছিলাম ধৈর্য ধরতে। এরমধ্যে তারা পুনরায় আন্দোলন শুরু করে দেয়। তাদের সাথে কথা বলে ‘প্রিন্সিপালি অ্যাগ্রি’ করেছি তাদের নিয়ে আসার জন্য।