ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা হজ্বের নতুন বিধিমালা প্রকাশ করল সৌদি আফগানিস্তানের বাগলান প্রদেশে বিগত বছরে ৬ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি গাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ: প্রতিরোধ শক্তির নতুন দিগন্ত আফগান বিমান বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তালিবানের ১০ জন পাইলট কালবৈশাখী ঝড়ে মীরসরাইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হাটহাজারীতে গভীর রাতে ডাকাতি, গৃহকর্তাকে কুপিয়ে জখম বুরকিনায় ৪টি শত্রু শিবিরে মুজাহিদদের হামলা: অন্তত ১৭ জান্তা সেনা নিহত ফিলিস্তিনপন্থী ১৫০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করলো আমেরিকা

উখিয়ায় কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা

দোকান ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে কক্সবাজারের উখিয়া কলেজের বিভাগের শিক্ষক মোহাম্মদ ইকবালকে (৫২) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরিফ নামে একজনকে আটক করেছে পুলিশ।

 

রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার সদর রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত কলেজ শিক্ষক মোহাম্মদ ইকবাল উখিয়ার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের গুরা মিয়ার ছেলে। আর অভিযুক্ত শরিফ রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব সিকদার বিলের শামসুল আলমের ছেলে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন৷

 

স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, নিজ বাড়ির সামনে দোকান ভাড়া নিয়ে শরীফের সঙ্গে শিক্ষক ইকবালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শরীফ শিক্ষক ইকবালের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ওসি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম

উখিয়ায় কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৬ ঘন্টা আগে

দোকান ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে কক্সবাজারের উখিয়া কলেজের বিভাগের শিক্ষক মোহাম্মদ ইকবালকে (৫২) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরিফ নামে একজনকে আটক করেছে পুলিশ।

 

রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার সদর রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত কলেজ শিক্ষক মোহাম্মদ ইকবাল উখিয়ার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের গুরা মিয়ার ছেলে। আর অভিযুক্ত শরিফ রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব সিকদার বিলের শামসুল আলমের ছেলে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন৷

 

স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, নিজ বাড়ির সামনে দোকান ভাড়া নিয়ে শরীফের সঙ্গে শিক্ষক ইকবালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শরীফ শিক্ষক ইকবালের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ওসি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।