প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গায়েবানা জানাজা ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২০ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে জানাজা শেষে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্ত করার দাবি জানান। তারা অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল এই প্লাটফর্মকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য পূরণে চক্রান্ত করছে। তাদের মতে, এই প্লাটফর্মকে বিলুপ্ত ঘোষণা করলে ভবিষ্যতে কেউ আর একে ব্যবহার করে অপকর্ম চালাতে পারবে না।