ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

প্রতিবছরই কমছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা। গত চার বছরের ব্যবধানে কমেছে তিন লাখেরও বেশি পরীক্ষার্থী। চলতি বছরেই পরীক্ষায় অংশ নেয়নি প্রায় এক লাখ শিক্ষার্থী। রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণ করেও অনেকেই পরীক্ষার হলে বসেনি।

 

পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার, ২০২২ সালে ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন, ২০২৩ সালে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন এবং ২০২৪ সালে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৮ হাজারে, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। শুধু প্রথম দিনেই অনুপস্থিত ছিল প্রায় ২৭ হাজার এবং দ্বিতীয় দিনে ২৯ হাজার শিক্ষার্থী।

 

বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ বিষয়ে বলেন, পাসের হার বেড়ে যাওয়ায় অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কমে এসেছে, যা পরীক্ষার্থী হ্রাসের একটি কারণ।

 

তবে গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান মনে করেন, শুধু পাসের হার নয়—ছেলেদের শ্রমবাজারে যুক্ত হওয়া এবং মেয়েদের বাল্যবিয়েও পরীক্ষার্থী হ্রাসে ভূমিকা রাখছে। তিনি শিক্ষায় অংশগ্রহণ বাড়াতে ব্যয় হ্রাসের ওপর জোর দিয়েছেন।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

প্রকাশিত: ৩ ঘন্টা আগে

প্রতিবছরই কমছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা। গত চার বছরের ব্যবধানে কমেছে তিন লাখেরও বেশি পরীক্ষার্থী। চলতি বছরেই পরীক্ষায় অংশ নেয়নি প্রায় এক লাখ শিক্ষার্থী। রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণ করেও অনেকেই পরীক্ষার হলে বসেনি।

 

পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার, ২০২২ সালে ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন, ২০২৩ সালে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন এবং ২০২৪ সালে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৮ হাজারে, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। শুধু প্রথম দিনেই অনুপস্থিত ছিল প্রায় ২৭ হাজার এবং দ্বিতীয় দিনে ২৯ হাজার শিক্ষার্থী।

 

বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ বিষয়ে বলেন, পাসের হার বেড়ে যাওয়ায় অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কমে এসেছে, যা পরীক্ষার্থী হ্রাসের একটি কারণ।

 

তবে গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান মনে করেন, শুধু পাসের হার নয়—ছেলেদের শ্রমবাজারে যুক্ত হওয়া এবং মেয়েদের বাল্যবিয়েও পরীক্ষার্থী হ্রাসে ভূমিকা রাখছে। তিনি শিক্ষায় অংশগ্রহণ বাড়াতে ব্যয় হ্রাসের ওপর জোর দিয়েছেন।