প্রতিবছরই কমছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা। গত চার বছরের ব্যবধানে কমেছে তিন লাখেরও বেশি পরীক্ষার্থী। চলতি বছরেই পরীক্ষায় অংশ নেয়নি প্রায় এক লাখ শিক্ষার্থী। রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণ করেও অনেকেই পরীক্ষার হলে বসেনি।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার, ২০২২ সালে ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন, ২০২৩ সালে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন এবং ২০২৪ সালে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৮ হাজারে, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। শুধু প্রথম দিনেই অনুপস্থিত ছিল প্রায় ২৭ হাজার এবং দ্বিতীয় দিনে ২৯ হাজার শিক্ষার্থী।
বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ বিষয়ে বলেন, পাসের হার বেড়ে যাওয়ায় অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কমে এসেছে, যা পরীক্ষার্থী হ্রাসের একটি কারণ।
তবে গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান মনে করেন, শুধু পাসের হার নয়—ছেলেদের শ্রমবাজারে যুক্ত হওয়া এবং মেয়েদের বাল্যবিয়েও পরীক্ষার্থী হ্রাসে ভূমিকা রাখছে। তিনি শিক্ষায় অংশগ্রহণ বাড়াতে ব্যয় হ্রাসের ওপর জোর দিয়েছেন।