লক্ষ্মীপুরে আয়োজিত এক রাজনৈতিক সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। তারা এখনো হঠাৎ ঝটিকা মিছিল করে জনগণের ক্ষতি করার জন্য ওঁৎ পেতে আছে।”
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার আমান উল্ল্যাহপুর আয়েশা দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সভায় এসব কথা বলেন এ্যানি।
তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ আবার ভয়ংকর ফ্যাসিবাদ তৈরি করতে চায়। এমন পরিস্থিতি দেশবাসী আর দেখতে চায় না। হাসিনা পালিয়ে যাওয়ার ৮ মাস হয়ে গেছে, তবুও ঢাকায় ঝটিকা মিছিল হচ্ছে।”
এ্যানি বলেন, “যারা এই অপরাধ ও ষড়যন্ত্রে জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। শুধুমাত্র শীর্ষ নয়, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের গডফাদারদেরও বিচার দৃশ্যমান করতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণের দাবি স্পষ্ট—দ্রুত দৃশ্যমান বিচার এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি নির্বাচনকালীন সংস্কার দরকার।”
সভায় আরও উপস্থিত ছিলেন বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম হাওলাদার, সাধারণ সম্পাদক ছৈয়দের রহমান রায়হান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, শাহ মো. এমরান এবং যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
এ বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।