চট্টগ্রামের হাটহাজারিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জন্য একটি গ্রিন ডাটা সেন্টার নির্মাণে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উত্থাপিত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।
প্রকল্প সূত্রে জানা যায়, হাটহাজারি উপজেলার ফটিকা মৌজায় বিটিসিএলের ১৪৯.৪৮ একর অব্যবহৃত জমিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে অত্যাধুনিক এ ডাটা সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশে বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে এটি দেশের তথ্য সংরক্ষণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ডাটা স্টোরেজ ভাড়া দিয়ে বিটিসিএলের রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।