ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
একদিনে দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বিপর্যস্ত জনজীবন ব্রাক্ষনবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৩ গাজীপুরে স্কুলছাত্রকে খেলা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে হত্যা দেশজুড়ে বইছে তীব্র মাঝারি তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়া অধিদপ্তর কমলগঞ্জে বিজিবির হাতে আটক ১৫ জনকে তিন দিন পর থানায় সোপর্দ জাবির আইন ও বিচার বিভাগের ১১ শিক্ষকের ৯ জনই ছুটিতে পাকিস্তানের তিন ঘাঁটিতে একযোগে মিসাইল হামলা চালিয়েছে ভারত ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত, দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ আবারও উত্তপ্ত শাহবাগ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর আন্দোলন

গাজীপুরে স্কুলছাত্রকে খেলা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ এলাকায় এ ঘটনা ঘটে। এ হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

 

নিহত জয় হাসান (১৫) উপজেলার লোহাগাছ গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে এবং শ্রীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের অভিযোগ, শুক্রবার বিকেল ৪টার দিকে স্থানীয় সরকার মাঠে ফুটবল খেলছিল জয়সহ তার বন্ধুরা। এ সময় মাদকাসক্ত মোজাম্মেল হক নামে এক যুবক একটি রামদা হাতে নিয়ে এসে মুদি দোকানি হাবিবুরের ছেলে জুনায়েদকে হুমকি দেয়। পরে বন্ধু জুনায়েদকে হুমকি দিলে জয় এ বিষয়টির প্রতিবাদ করে। এ নিয়ে মোজাম্মেলের সঙ্গে জয়ের ঝগড়া হয়।

 

এর জের ধরে মোজাম্মেল হক ধারালো ছুরি দিয়ে জয়কে উপর্যুপরি আঘাত করে। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মোজাম্মেল পালিয়ে যান। তখন স্থানীয়রা জয়কে উদ্ধার করেন। প্রথমে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে জয়ের মৃত্যু হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কির জের ধরে জয় নামের একটি ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরে এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শ্রীপুর থানায় চারজনের নামে মামলা করা হয়েছে

জনপ্রিয়

একদিনে দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান।

গাজীপুরে স্কুলছাত্রকে খেলা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ এলাকায় এ ঘটনা ঘটে। এ হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

 

নিহত জয় হাসান (১৫) উপজেলার লোহাগাছ গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে এবং শ্রীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের অভিযোগ, শুক্রবার বিকেল ৪টার দিকে স্থানীয় সরকার মাঠে ফুটবল খেলছিল জয়সহ তার বন্ধুরা। এ সময় মাদকাসক্ত মোজাম্মেল হক নামে এক যুবক একটি রামদা হাতে নিয়ে এসে মুদি দোকানি হাবিবুরের ছেলে জুনায়েদকে হুমকি দেয়। পরে বন্ধু জুনায়েদকে হুমকি দিলে জয় এ বিষয়টির প্রতিবাদ করে। এ নিয়ে মোজাম্মেলের সঙ্গে জয়ের ঝগড়া হয়।

 

এর জের ধরে মোজাম্মেল হক ধারালো ছুরি দিয়ে জয়কে উপর্যুপরি আঘাত করে। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মোজাম্মেল পালিয়ে যান। তখন স্থানীয়রা জয়কে উদ্ধার করেন। প্রথমে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে জয়ের মৃত্যু হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কির জের ধরে জয় নামের একটি ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরে এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শ্রীপুর থানায় চারজনের নামে মামলা করা হয়েছে