পটুয়াখালীর দশমিনায় এক মৎস্য ব্যবসায়ীর পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে তার মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী অজেদ ভাণ্ডারি অভিযোগ করেন, তার ছোট মেয়ের স্বামী নেছার উদ্দিন পালোয়ান দীর্ঘদিন ধরে তার কাছে তিন লাখ টাকা দাবি করে আসছিলেন। টাকা দিতে অপারগতা জানালে ক্ষিপ্ত হয়ে জামাই হুমকি দিয়ে যান। পরে রাতে পুকুরে বিষ প্রয়োগের ফলে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে।
অজেদ ভাণ্ডারির দাবি, “নেছার আমাকে নিঃস্ব করে দেওয়ার হুমকি দিয়েছিল। এখন পুকুরের সব মাছ মেরে ফেলেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।”
অভিযুক্ত জামাই নেছার পালোয়ান অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি তাদের এত বড় ক্ষতি করার ক্ষমতা রাখি না।”
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।