ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

রোহিঙ্গা ক্যাম্পে ভাগিনাকে অপহরণের পর হত্যা, মামা গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনায়, ভাগিনাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পর হত্যা করেছে মামা। অপহরণের ১৪ দিন পর চট্টগ্রামের সাতকানিয়া থেকে গলিত মরদেহ উদ্ধার এবং মামা গ্রেফতারের মধ্য দিয়ে ঘটনার অবসান ঘটে।

 

নিহত মোহাম্মদ আকরাম (১৩) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিসের ছেলে। গ্রেফতারকৃত মামা কামাল হোসেন (২৫) একই ক্যাম্পের বাসিন্দা এবং আকরামের মা সারা খাতুনের ভাই।

 

৩ এপ্রিল অপহরণের পর আকরামের পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে তারা ২ লাখ ১৩ হাজার টাকা পাঠায়। টাকা পাওয়ার পরও আকরামকে ছেড়ে না দিয়ে বরং ভবিষ্যতে ঘটনা ফাঁসের আশঙ্কায় শ্বাসরোধ করে হত্যা করে কামাল।

 

তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে বুধবার অভিযুক্ত কামালকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী, রসুলাবাদ গ্রামের একটি খালের পাশ থেকে গলিত মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, মামলাটি দায়ের হওয়ার পর থেকেই একটি বিশেষ টিম তদন্ত শুরু করে এবং দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৫ মাসে টেকনাফ ও উখিয়া থেকে ৩৩৩ জন অপহরণের শিকার হয়েছেন, যাদের মধ্যে ৩ জনকে হত্যার পর ফেলা হয়।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

রোহিঙ্গা ক্যাম্পে ভাগিনাকে অপহরণের পর হত্যা, মামা গ্রেফতার

প্রকাশিত: ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

কক্সবাজারের উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনায়, ভাগিনাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পর হত্যা করেছে মামা। অপহরণের ১৪ দিন পর চট্টগ্রামের সাতকানিয়া থেকে গলিত মরদেহ উদ্ধার এবং মামা গ্রেফতারের মধ্য দিয়ে ঘটনার অবসান ঘটে।

 

নিহত মোহাম্মদ আকরাম (১৩) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিসের ছেলে। গ্রেফতারকৃত মামা কামাল হোসেন (২৫) একই ক্যাম্পের বাসিন্দা এবং আকরামের মা সারা খাতুনের ভাই।

 

৩ এপ্রিল অপহরণের পর আকরামের পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে তারা ২ লাখ ১৩ হাজার টাকা পাঠায়। টাকা পাওয়ার পরও আকরামকে ছেড়ে না দিয়ে বরং ভবিষ্যতে ঘটনা ফাঁসের আশঙ্কায় শ্বাসরোধ করে হত্যা করে কামাল।

 

তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে বুধবার অভিযুক্ত কামালকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী, রসুলাবাদ গ্রামের একটি খালের পাশ থেকে গলিত মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, মামলাটি দায়ের হওয়ার পর থেকেই একটি বিশেষ টিম তদন্ত শুরু করে এবং দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৫ মাসে টেকনাফ ও উখিয়া থেকে ৩৩৩ জন অপহরণের শিকার হয়েছেন, যাদের মধ্যে ৩ জনকে হত্যার পর ফেলা হয়।