ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

ফরিদপুরে ভুয়া মেজর সেজে প্রতারণা: বরখাস্ত বিজিবি সদস্য গ্রেফতার

ফরিদপুরে সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. আমিনুল ইসলাম আপন (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ৯ পদাতিক ডিভিশনের ১৫ আরই ব্যাটালিয়নের সহায়তায় ফরিদপুর সেনা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

 

আটক আমিনুল পাবনার ফরিদপুর থানার পাঁচপুংলি গ্রামের মৃত আলেফ মণ্ডলের ছেলে। জানা গেছে, তিনি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর ১৪ ব্যাটালিয়ন থেকে ২০২২ সালে বরখাস্ত হন। এরপর থেকেই নিজেকে কখনো সেনাবাহিনীর মেজর, আবার কখনো র‌্যাব কিংবা ইলেকট্রনিক গোয়েন্দা সংস্থার (EIU) কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করেন, গত কয়েকদিন ধরে তিনি এ পরিচয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

 

এক ভুক্তভোগী তরুণীর সূত্রে জানা গেছে, ফেসবুকে ‘মেজর’ পরিচয়ে আমিনুলের সঙ্গে তার যোগাযোগ হয় এবং একপর্যায়ে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। রমজানে ওই তরুণী তাকে ৯০ হাজার টাকা দেন, যা তিনি ফেরত দেননি। পরবর্তীতে আরও অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণী কৌশলে তাকে ফরিদপুরে এনে সেনাবাহিনীর হাতে তুলে দেন।

 

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে আমিনুলকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং যেহেতু মধুখালী থানায় অভিযোগ দায়ের হয়েছে, তাকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ ঘটনায় জনসচেতনতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় যাচাইয়ের গুরুত্ব আবারও সামনে এসেছে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

ফরিদপুরে ভুয়া মেজর সেজে প্রতারণা: বরখাস্ত বিজিবি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ফরিদপুরে সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. আমিনুল ইসলাম আপন (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ৯ পদাতিক ডিভিশনের ১৫ আরই ব্যাটালিয়নের সহায়তায় ফরিদপুর সেনা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

 

আটক আমিনুল পাবনার ফরিদপুর থানার পাঁচপুংলি গ্রামের মৃত আলেফ মণ্ডলের ছেলে। জানা গেছে, তিনি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর ১৪ ব্যাটালিয়ন থেকে ২০২২ সালে বরখাস্ত হন। এরপর থেকেই নিজেকে কখনো সেনাবাহিনীর মেজর, আবার কখনো র‌্যাব কিংবা ইলেকট্রনিক গোয়েন্দা সংস্থার (EIU) কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করেন, গত কয়েকদিন ধরে তিনি এ পরিচয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

 

এক ভুক্তভোগী তরুণীর সূত্রে জানা গেছে, ফেসবুকে ‘মেজর’ পরিচয়ে আমিনুলের সঙ্গে তার যোগাযোগ হয় এবং একপর্যায়ে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। রমজানে ওই তরুণী তাকে ৯০ হাজার টাকা দেন, যা তিনি ফেরত দেননি। পরবর্তীতে আরও অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণী কৌশলে তাকে ফরিদপুরে এনে সেনাবাহিনীর হাতে তুলে দেন।

 

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে আমিনুলকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং যেহেতু মধুখালী থানায় অভিযোগ দায়ের হয়েছে, তাকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ ঘটনায় জনসচেতনতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় যাচাইয়ের গুরুত্ব আবারও সামনে এসেছে।