ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার

বুরকিনা ফাসো || শত্রু বাহিনীকে হটিয়ে ১৫টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা

আল-*কায়ে*দা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। দলটির অফিসিয়াল আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, মুজাহিদিনরা চলতি এপ্রিল মাসের ১-১৫ তারিখের মধ্যে বুরকিনা ফাসোতে জান্তা বাহিনীর বিরুদ্ধে প্রায় দুই ডজন সামরিক অপারেশন পরিচালনা করছেন।

সূত্রমতে, জেএনআইএম মুজাহিদিনরা তাদের বীরত্বপূর্ণ এসকল অভিযান বুরকিনা ফাসোর ৭টি রাজ্যের ১২টি শহরে পরিচালনা করছেন। মুজাহিদিনরা এসময় জান্তা বাহিনীকে হটিয়ে অন্তত ১৫টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেন। এসকল ঘাঁটির কোনোটি জান্তা বাহিনীর সাথে তীব্র লড়াইয়ের পর, আবার কোনোটি কোনো লড়াই ছাড়াই জান্তা বাহিনীর পলায়নের মধ্য দিয়ে মুজাহিদিনরা নিয়ন্ত্রণে নেন। ফলশ্রুতিতে বহু সংখ্যক শত্রু সৈন্য নিহত ও আহত হয়, সেই সাথে মুজাহিদিনরা বেশ কিছু সামরিক যানের পাশাপাশি অগণিত অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম গনিমত লাভ করেন।

মুজাহিদিনরা তাদের উপরোক্ত ১৪টি বিজয় অভিযানের মধ্যে ৬টিই পরিচালনা করেন কোলবেলোগো রাজ্যে। মুজাহিদিনরা ২টি করে মোট ৬টি বিজয় অভিযান পরিচালনা করেন ওয়াহিগৌয়া, কিয়া ও ফাদাঙ্গোরমা রাজ্যে। এছাড়া মুজাহিদিনরা ১টি করে আরও ৩টি বিজয় অভিযান পরিচালনা করেন বোবো গোলাসো, দেদুগু এবং সৌম রাজ্যে।

জনপ্রিয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ

বুরকিনা ফাসো || শত্রু বাহিনীকে হটিয়ে ১৫টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা

প্রকাশিত: ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

আল-*কায়ে*দা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। দলটির অফিসিয়াল আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, মুজাহিদিনরা চলতি এপ্রিল মাসের ১-১৫ তারিখের মধ্যে বুরকিনা ফাসোতে জান্তা বাহিনীর বিরুদ্ধে প্রায় দুই ডজন সামরিক অপারেশন পরিচালনা করছেন।

সূত্রমতে, জেএনআইএম মুজাহিদিনরা তাদের বীরত্বপূর্ণ এসকল অভিযান বুরকিনা ফাসোর ৭টি রাজ্যের ১২টি শহরে পরিচালনা করছেন। মুজাহিদিনরা এসময় জান্তা বাহিনীকে হটিয়ে অন্তত ১৫টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেন। এসকল ঘাঁটির কোনোটি জান্তা বাহিনীর সাথে তীব্র লড়াইয়ের পর, আবার কোনোটি কোনো লড়াই ছাড়াই জান্তা বাহিনীর পলায়নের মধ্য দিয়ে মুজাহিদিনরা নিয়ন্ত্রণে নেন। ফলশ্রুতিতে বহু সংখ্যক শত্রু সৈন্য নিহত ও আহত হয়, সেই সাথে মুজাহিদিনরা বেশ কিছু সামরিক যানের পাশাপাশি অগণিত অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম গনিমত লাভ করেন।

মুজাহিদিনরা তাদের উপরোক্ত ১৪টি বিজয় অভিযানের মধ্যে ৬টিই পরিচালনা করেন কোলবেলোগো রাজ্যে। মুজাহিদিনরা ২টি করে মোট ৬টি বিজয় অভিযান পরিচালনা করেন ওয়াহিগৌয়া, কিয়া ও ফাদাঙ্গোরমা রাজ্যে। এছাড়া মুজাহিদিনরা ১টি করে আরও ৩টি বিজয় অভিযান পরিচালনা করেন বোবো গোলাসো, দেদুগু এবং সৌম রাজ্যে।