ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

অনলাইনে সব ধরনের জিডি সেবা চালু হচ্ছে সিলেট ও চাঁদপুরে, পুলিশ বলছে এটি যুগান্তকারী পদক্ষেপ

আগামী ১৫ এপ্রিল ২০২৫ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এবং চাঁদপুর জেলার সব থানায় অনলাইনে সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। রোববার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

 

এতদিন অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তিসংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। নতুন এই পদক্ষেপের মাধ্যমে এখন থেকে ঘরে বসেই সব ধরনের জিডি করা যাবে। এতে থানায় গিয়ে অপেক্ষা কিংবা হয়রানির সম্ভাবনা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

 

কীভাবে অনলাইনে জিডি করবেন?

১. প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করতে হবে।

২. এরপর অ্যাপে রেজিস্ট্রেশন করে নিজের পরিচয় নিশ্চিত করে জিডি করা যাবে।

৩. রেজিস্ট্রেশন একবার করলেই চলবে, একাধিকবার প্রয়োজন নেই।

 

জিডি করতে অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ নম্বর হটলাইনে যোগাযোগ করা যাবে। এটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।

 

প্রথমে এটি পাইলট প্রকল্প হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও চাঁদপুর জেলার থানাগুলোতে চালু হচ্ছে। সফলতা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের সব থানায় চালু করা হবে এই সেবা।

 

পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া ও পিআর শাখার প্রধান এআইজি এনামুল হক সাগর বলেন,

 

“পুলিশি সেবা অতি দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।”

 

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এই উদ্যোগকে যুগান্তকারী বলে অভিহিত করেছেন।তিনি বলেন,

 “এটি চালুর ফলে পুলিশের ওপর জনগণের আস্থা বাড়বে। সেবা পেতে কমবে দুর্ভোগ ও ভোগান্তি।”

 

এই পদক্ষেপকে দেশের ডিজিটালাইজেশনের অগ্রগতি এবং স্বচ্ছ পুলিশি সেবা নিশ্চিত করার বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

অনলাইনে সব ধরনের জিডি সেবা চালু হচ্ছে সিলেট ও চাঁদপুরে, পুলিশ বলছে এটি যুগান্তকারী পদক্ষেপ

প্রকাশিত: ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

আগামী ১৫ এপ্রিল ২০২৫ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এবং চাঁদপুর জেলার সব থানায় অনলাইনে সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। রোববার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

 

এতদিন অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তিসংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। নতুন এই পদক্ষেপের মাধ্যমে এখন থেকে ঘরে বসেই সব ধরনের জিডি করা যাবে। এতে থানায় গিয়ে অপেক্ষা কিংবা হয়রানির সম্ভাবনা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

 

কীভাবে অনলাইনে জিডি করবেন?

১. প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করতে হবে।

২. এরপর অ্যাপে রেজিস্ট্রেশন করে নিজের পরিচয় নিশ্চিত করে জিডি করা যাবে।

৩. রেজিস্ট্রেশন একবার করলেই চলবে, একাধিকবার প্রয়োজন নেই।

 

জিডি করতে অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ নম্বর হটলাইনে যোগাযোগ করা যাবে। এটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।

 

প্রথমে এটি পাইলট প্রকল্প হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও চাঁদপুর জেলার থানাগুলোতে চালু হচ্ছে। সফলতা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের সব থানায় চালু করা হবে এই সেবা।

 

পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া ও পিআর শাখার প্রধান এআইজি এনামুল হক সাগর বলেন,

 

“পুলিশি সেবা অতি দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।”

 

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এই উদ্যোগকে যুগান্তকারী বলে অভিহিত করেছেন।তিনি বলেন,

 “এটি চালুর ফলে পুলিশের ওপর জনগণের আস্থা বাড়বে। সেবা পেতে কমবে দুর্ভোগ ও ভোগান্তি।”

 

এই পদক্ষেপকে দেশের ডিজিটালাইজেশনের অগ্রগতি এবং স্বচ্ছ পুলিশি সেবা নিশ্চিত করার বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।