ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

অনলাইনে সব ধরনের জিডি সেবা চালু হচ্ছে সিলেট ও চাঁদপুরে, পুলিশ বলছে এটি যুগান্তকারী পদক্ষেপ

আগামী ১৫ এপ্রিল ২০২৫ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এবং চাঁদপুর জেলার সব থানায় অনলাইনে সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। রোববার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

 

এতদিন অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তিসংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। নতুন এই পদক্ষেপের মাধ্যমে এখন থেকে ঘরে বসেই সব ধরনের জিডি করা যাবে। এতে থানায় গিয়ে অপেক্ষা কিংবা হয়রানির সম্ভাবনা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

 

কীভাবে অনলাইনে জিডি করবেন?

১. প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করতে হবে।

২. এরপর অ্যাপে রেজিস্ট্রেশন করে নিজের পরিচয় নিশ্চিত করে জিডি করা যাবে।

৩. রেজিস্ট্রেশন একবার করলেই চলবে, একাধিকবার প্রয়োজন নেই।

 

জিডি করতে অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ নম্বর হটলাইনে যোগাযোগ করা যাবে। এটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।

 

প্রথমে এটি পাইলট প্রকল্প হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও চাঁদপুর জেলার থানাগুলোতে চালু হচ্ছে। সফলতা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের সব থানায় চালু করা হবে এই সেবা।

 

পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া ও পিআর শাখার প্রধান এআইজি এনামুল হক সাগর বলেন,

 

“পুলিশি সেবা অতি দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।”

 

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এই উদ্যোগকে যুগান্তকারী বলে অভিহিত করেছেন।তিনি বলেন,

 “এটি চালুর ফলে পুলিশের ওপর জনগণের আস্থা বাড়বে। সেবা পেতে কমবে দুর্ভোগ ও ভোগান্তি।”

 

এই পদক্ষেপকে দেশের ডিজিটালাইজেশনের অগ্রগতি এবং স্বচ্ছ পুলিশি সেবা নিশ্চিত করার বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

অনলাইনে সব ধরনের জিডি সেবা চালু হচ্ছে সিলেট ও চাঁদপুরে, পুলিশ বলছে এটি যুগান্তকারী পদক্ষেপ

প্রকাশিত: ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

আগামী ১৫ এপ্রিল ২০২৫ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এবং চাঁদপুর জেলার সব থানায় অনলাইনে সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। রোববার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

 

এতদিন অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তিসংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। নতুন এই পদক্ষেপের মাধ্যমে এখন থেকে ঘরে বসেই সব ধরনের জিডি করা যাবে। এতে থানায় গিয়ে অপেক্ষা কিংবা হয়রানির সম্ভাবনা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

 

কীভাবে অনলাইনে জিডি করবেন?

১. প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করতে হবে।

২. এরপর অ্যাপে রেজিস্ট্রেশন করে নিজের পরিচয় নিশ্চিত করে জিডি করা যাবে।

৩. রেজিস্ট্রেশন একবার করলেই চলবে, একাধিকবার প্রয়োজন নেই।

 

জিডি করতে অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ নম্বর হটলাইনে যোগাযোগ করা যাবে। এটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।

 

প্রথমে এটি পাইলট প্রকল্প হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও চাঁদপুর জেলার থানাগুলোতে চালু হচ্ছে। সফলতা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের সব থানায় চালু করা হবে এই সেবা।

 

পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া ও পিআর শাখার প্রধান এআইজি এনামুল হক সাগর বলেন,

 

“পুলিশি সেবা অতি দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।”

 

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এই উদ্যোগকে যুগান্তকারী বলে অভিহিত করেছেন।তিনি বলেন,

 “এটি চালুর ফলে পুলিশের ওপর জনগণের আস্থা বাড়বে। সেবা পেতে কমবে দুর্ভোগ ও ভোগান্তি।”

 

এই পদক্ষেপকে দেশের ডিজিটালাইজেশনের অগ্রগতি এবং স্বচ্ছ পুলিশি সেবা নিশ্চিত করার বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।