দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক মোড় নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত্যুর শিকার দুইজনই বরগুনা জেলার বাসিন্দা—একজন নারী (৩৬), অপরজন পুরুষ (৪০)।
সাম্প্রতিক পরিসংখ্যান (১১–১২ এপ্রিল ২০২৫):
নতুন ভর্তি: ২২ জন
-বরিশাল বিভাগ: ১০ জন
-ঢাকা সিটি করপোরেশন এলাকা: ৬ জন
-জেলা পর্যায়: ৪ জন
-চট্টগ্রাম বিভাগ: ২ জন
মোট মৃত্যু (২০২৫): ১৬ জন
-জানুয়ারি: ১০ জন
-ফেব্রুয়ারি: ৩ জন
-এপ্রিল (এখন পর্যন্ত): ৩ জন
চলতি বছরের মোট আক্রান্ত: ২,০৭৪
সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন: ১,৯৫৬ জন
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান:
“২০২১ সালে বরিশালে প্রথম ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। তখন রোগীরা বেশিরভাগই বাইরে থেকে সংক্রমিত হয়ে এসেছিলেন। কিন্তু গত দুই বছর ধরে প্রায় সব রোগী স্থানীয়ভাবে সংক্রমিত হচ্ছেন। এর অর্থ, এডিস মশা বরিশাল অঞ্চলে স্থায়ীভাবে বিস্তার লাভ করেছে।”
তিনি আরও বলেন:
“স্বাস্থ্য বিভাগের একার পক্ষে এটি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সরকারি-বেসরকারি উদ্যোগ ও ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। এখন আক্রান্তদের অধিকাংশই প্রত্যন্ত গ্রামের বাসিন্দা।”