ইসরায়েলের চলমান বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ (১২ এপ্রিল ২০২৫) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীজুড়ে মানুষের ঢল নামে উদ্যানে।
কর্মসূচির মূল আয়োজনে রয়েছে—
-সকাল সাড়ে ১০টার মধ্যেই দেশজুড়ে হাজারো মানুষ জমায়েত হয়েছেন।
-বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা, প্রতিবাদী স্লোগান, প্ল্যাকার্ড বহন করছে অংশগ্রহণকারীরা।
-সমাবেশস্থলের অর্ধেকের বেশি জায়গা সকালেই পূর্ণ হয়ে যায়।
-কর্মসূচির লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক জনমত গঠন ও মানবিক সহানুভূতি জাগানো।
এই আয়োজন চলবে মাগরিবের আগ পর্যন্ত।
আয়োজকদের দাবি অনুযায়ী, সারা দেশ থেকে লাখো মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। তারা বলেন, এ কর্মসূচি ফিলিস্তিনের নিরীহ জনগণের পাশে দাঁড়ানোর একটি বৃহৎ মানবিক উদ্যোগ এবং বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেয়।
রাজধানীতে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে কর্মসূচি সফল করতে একগুচ্ছ নির্দেশনা ও প্রস্তুতি গ্রহণ করেছে আয়োজক সংগঠনটি। শুক্রবার সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।