বাংলা ১৪৩২ সন দরজায় কড়া নাড়ছে। আর কয়েকদিন পরেই পহেলা বৈশাখ। নতুন বছর বরণে প্রস্তুত ভোজনরসিক বাঙালি, চলছে পান্তা-ইলিশ খাওয়ার তোড়জোড়।
এই উৎসব ঘিরে রাজধানীর বাজারগুলোতে ইলিশের চাহিদা বেড়েছে। যদিও ঈদের আগের তুলনায় দাম কিছুটা কমেছে, তবে বৈশাখকে কেন্দ্র করে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ।
কারওয়ান বাজারের বিক্রেতা মো. শুকুর আলী জানান, বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,৮০০-২,০০০ টাকায়। দেড় কেজির ইলিশ ২,৫০০ টাকা, ১.৩ কেজির ইলিশ ২,২০০ টাকা, ৮০০-৯০০ গ্রাম ইলিশ ১,৬০০-১,৭০০ টাকা এবং ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,৩০০-১,৪০০ টাকায়।
তবে জালে ইলিশ কম ধরা পড়ায় এবং পদ্মার ইলিশের স্বাদ ও জনপ্রিয়তার কারণে দাম উর্ধ্বমুখী থাকছে বলে জানান বিক্রেতারা।
ক্রেতারা বলছেন, পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে কম, দামও বেশি। অন্য অঞ্চলের ইলিশে সেই স্বাদ না থাকায় পদ্মার ইলিশের দিকে ঝোঁক বেশি।
এই চড়া ইলিশের বাজারের পাশাপাশি চালের দামও সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মিনিকেট বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৬-৯০ টাকায়, আটাইশ ৬০-৬২ টাকা, নাজিরশাইল ৭৬-৮৮ টাকা এবং পোলাও চাল ১১৬-১১৮ টাকায়।
উৎসবের আনন্দ থাকলেও বাজারের পরিস্থিতি সামাল দেওয়া এবার কঠিন হয়ে উঠছে অনেকের জন্য।