চট্টগ্রামের চন্দনাইশে নিজ ভাগিনীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পলাতক থাকা প্রধান অভিযুক্ত নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার জেলার রামু থানার রশিদনগর ইউনিয়নের কাদমার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, “চন্দনাইশের ঘটনায় একমাত্র অভিযুক্ত নাজিমকে কক্সবাজারের রামু থেকে গ্রেপ্তার করা হয়েছে।”
এর আগে বুধবার রাতে চন্দনাইশ উপজেলায় ২০ বছর বয়সী এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে অভিযুক্ত নাজিম ওই তরুণীর নানা ও নানিকে কুপিয়ে গুরুতর জখম করেন। নিহত কলেজছাত্রী ঈদের ছুটিতে চট্টগ্রামের চন্দনাইশে নানাবাড়িতে এসেছিলেন। ঘটনার সময় তিনি টয়লেটে গেলে সেখানে নাজিম তাকে ধর্ষণ করেন এবং পরে শ্বাসরোধ করে হত্যা করেন বলে পুলিশ ধারণা করছে।
আহতদের—৭০ বছর বয়সী আব্দুল হাকিম এবং ৬০ বছর বয়সী ফরিদা বেগম—চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত নাজিম ফরিদা বেগমের আপন বোনের ছেলে।
চন্দনাইশ থানার উপপরিদর্শক নয়ন চন্দ্র আচার্য্য জানান, রাত ৩টার দিকে টয়লেট থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তার মুখে ওড়না গোঁজা ছিল, যা শ্বাসরোধের প্রমাণ বহন করে।
এই বর্বর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের মাধ্যমে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।