বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আজ বুধবার (৯ এপ্রিল ২০২৫) থেকে পরীক্ষামূলকভাবে সেবা চালু করছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’ হবে এই প্রযুক্তির প্রথম প্রয়োগস্থল।
সম্মেলনের সমস্ত কার্যক্রম স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে সরাসরি সম্প্রচার করা হবে। এতে অংশগ্রহণকারী সকলেই স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন।
গত ২৯ মার্চ, স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংককে সেবা চালুর অনুমোদন দেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতির ভিত্তিতে স্টারলিংককে নিবন্ধন ও অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে এই উদ্যোগ, যা বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখযোগ্যভাবে, এ সম্মেলনের উদ্বোধন করবেন ড. মুহাম্মদ ইউনূস, দেশের প্রধান উপদেষ্টা।
এই পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে বাংলাদেশে প্রথমবারের মতো কার্যকরভাবে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা বাণিজ্যিকভাবে চালুর দ্বার উন্মোচিত হবে।