লক্ষ্মীপুরের রামগতিতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্বাস (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চার বছর বয়সি ছেলে জোনায়েদ গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলিপাড়া গ্রামে।
নিহত আব্বাস ওই এলাকার ফকিরবাড়ির কালু মাঝির ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. বাবুল হাওলাদার জানান, দুপুরে নিজের অটোরিকশা পানি দিয়ে পরিষ্কার করে চার্জ দিতে গিয়ে আব্বাস নিজ ঘরে বৈদ্যুতিক সংযোগ দেন। রিকশা ও তার শরীর ভেজা থাকায় তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় পাশে থাকা ছোট ছেলে জোনায়েদ (৪) বাবাকে বাঁচাতে এগিয়ে এলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসক আব্বাসকে মৃত ঘোষণা করেন এবং তার ছেলে জোনায়েদকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।
রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার বলেন, “আব্বাস হাসপাতালে আনার আগেই মারা যান। তার ছেলেকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। বর্তমানে সে শঙ্কামুক্ত।”
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “ঘটনার বিষয়ে জেনেছি, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।”