ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

পার্বত্য অঞ্চলের নারীদের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং বিশেষ করে নারীদের ক্ষমতায়নে সরকার সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাঙামাটি সার্কিট হাউজে আয়োজিত ঈদের শুভেচ্ছা বিনিময় এবং আসন্ন বৈসু, বিষু, বিজু, বিহু, সাংগ্রাই, সাংক্রান, চাংক্রানসহ অন্যান্য জাতিগোষ্ঠীর সামাজিক উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

 

উপদেষ্টা বলেন, “পার্বত্য অঞ্চলের উন্নয়নে একসময় কোনো ধারাবাহিকতা ছিল না। তবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এর অংশ হিসেবেই নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্ব দিচ্ছে সরকার।”

 

তিনি আরও জানান, সম্প্রতি তিন পার্বত্য জেলায় নারী ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে খাদ্যশস্য ও আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ এককালীন নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। ধাপে ধাপে আরও বরাদ্দ দেওয়া হবে এবং কেউ এতে বঞ্চিত হবেন না।

 

সুপ্রদীপ চাকমা উৎসব উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন যাতে পাহাড়ের সবচেয়ে বড় এই সামাজিক উৎসবসমূহ আনন্দঘনভাবে উদযাপিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম, কেন্দ্রীয় বিএনপির উপধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মনছুরুল হকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

পার্বত্য অঞ্চলের নারীদের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

প্রকাশিত: ০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং বিশেষ করে নারীদের ক্ষমতায়নে সরকার সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাঙামাটি সার্কিট হাউজে আয়োজিত ঈদের শুভেচ্ছা বিনিময় এবং আসন্ন বৈসু, বিষু, বিজু, বিহু, সাংগ্রাই, সাংক্রান, চাংক্রানসহ অন্যান্য জাতিগোষ্ঠীর সামাজিক উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

 

উপদেষ্টা বলেন, “পার্বত্য অঞ্চলের উন্নয়নে একসময় কোনো ধারাবাহিকতা ছিল না। তবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এর অংশ হিসেবেই নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্ব দিচ্ছে সরকার।”

 

তিনি আরও জানান, সম্প্রতি তিন পার্বত্য জেলায় নারী ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে খাদ্যশস্য ও আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ এককালীন নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। ধাপে ধাপে আরও বরাদ্দ দেওয়া হবে এবং কেউ এতে বঞ্চিত হবেন না।

 

সুপ্রদীপ চাকমা উৎসব উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন যাতে পাহাড়ের সবচেয়ে বড় এই সামাজিক উৎসবসমূহ আনন্দঘনভাবে উদযাপিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম, কেন্দ্রীয় বিএনপির উপধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মনছুরুল হকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।