বুধবার (২ এপ্রিল) দুপুরে খুলনার রয়েল মোড়ে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে টিকিটের দাম বাড়তি রাখা এবং নীতিমালা লঙ্ঘনের অভিযোগে চারটি পরিবহন সংস্থাকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে। বিআরটিএ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
জরিমানার বিস্তারিত বিষয় নিয়ে জানা যায়, টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে টিকিটের মূল্য বেশি রাখার অভিযোগে ১০,০০০ টাকা, এম আর পরিবহন টিকিট মূল্য তালিকা প্রদর্শন না করায় ২,০০০ টাকা, সৌদিয়া পরিবহন এক রুটের টিকিট কেটে অন্য রুটে গাড়ি চালানোর অভিযোগে ৫,০০০ টাকা,বলেশ্বর পরিবহন খুলনা-চট্টগ্রাম রুটে সরকারি মূল্যের চেয়ে বেশি টিকিট মূল্য ধার্য করায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
বলেশ্বর পরিবহনের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন গোপন পরিচয়ে টিকিট কিনে প্রতিষ্ঠানটির অনিয়ম ধরে ফেলেন। খুলনা-পদ্মা সেতু হয়ে চট্টগ্রাম রুটের টিকিটের সরকারি মূল্য ১,২৬৬ টাকা হলেও তারা ১,৪০০ টাকা নিচ্ছিল।
বিআরটিএ ম্যাজিস্ট্রেট জানান, “ঈদকে কেন্দ্র করে অনেক পরিবহন সংস্থা টিকিটের দাম বাড়িয়ে দেয়। এ ধরনের অনিয়ম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এসব অনিয়ম রোধে বিআরটিএ’র বিশেষ মনিটরিং চলছে বলে জানানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যাত্রীসেবার মান নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান কর্মকর্তারা।