ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

পটিয়ায় ঘরের সেপটিক ট্যাংকে মিলল গৃহকর্তার লাশ

পটিয়ায় নিজের বাড়ির সেপটিক ট্যাংক থেকে নুরুল হক (৫০) নামে এক গৃহকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৮ মার্চ) উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরবান আলীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুল হক (৫০) ওই বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন স্ক্র্যাপ ব্যবসায়ী ছিলেন।

 

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও এখনো পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোন ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪দিন পূর্বে নুরুল হক নিখোঁজ হয়। গত দুইদিন ধরে তাদের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হতে থাকলে আজ শুক্রবার পরিবারের সদস্যরা সেপটিক ট্যাংকের ডাকনা উল্টাতেই দৃশ্যমান হয় লাশের। পরে লাশটি দুপুরে পুলিশ গিয়ে উদ্ধার করে নুরুল হকের বলে সনাক্ত করা হয়।

 

প্রতিবেশীরা জানান, দুই মাস আগেও বাবলু তার বাবা-মাকে মারধর করেছিল, যা নিয়ে ইউনিয়ন পরিষদে বিচার হয়েছিল।

 

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার এখনো প্রকৃত কারণ অনুসন্ধান করা যায়নি। ঘটনার ক্লু উদ্ধারে কাজ চলছে।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

পটিয়ায় ঘরের সেপটিক ট্যাংকে মিলল গৃহকর্তার লাশ

প্রকাশিত: ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

পটিয়ায় নিজের বাড়ির সেপটিক ট্যাংক থেকে নুরুল হক (৫০) নামে এক গৃহকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৮ মার্চ) উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরবান আলীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুল হক (৫০) ওই বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন স্ক্র্যাপ ব্যবসায়ী ছিলেন।

 

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও এখনো পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোন ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪দিন পূর্বে নুরুল হক নিখোঁজ হয়। গত দুইদিন ধরে তাদের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হতে থাকলে আজ শুক্রবার পরিবারের সদস্যরা সেপটিক ট্যাংকের ডাকনা উল্টাতেই দৃশ্যমান হয় লাশের। পরে লাশটি দুপুরে পুলিশ গিয়ে উদ্ধার করে নুরুল হকের বলে সনাক্ত করা হয়।

 

প্রতিবেশীরা জানান, দুই মাস আগেও বাবলু তার বাবা-মাকে মারধর করেছিল, যা নিয়ে ইউনিয়ন পরিষদে বিচার হয়েছিল।

 

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার এখনো প্রকৃত কারণ অনুসন্ধান করা যায়নি। ঘটনার ক্লু উদ্ধারে কাজ চলছে।